shono
Advertisement

Breaking News

Goa Nightclub Fire

গোয়ায় অগ্নিকাণ্ড: 'দায় তো কাউকে নিতেই হবে'! নৈশক্লাবে ছাড়পত্র নিয়েও প্রশ্ন তুলল হাই কোর্ট

আগামী ৮ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
Published By: Saurav NandiPosted: 07:34 PM Dec 15, 2025Updated: 09:18 PM Dec 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ায় নৈশক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় সে রাজ্যের হাই কোর্টের প্রশ্নের মুখে প্রশাসন। কেন নৈশক্লাবে ছাড়পত্র দেওয়া হয়েছিল, তা নিয়ে গোয়ার সরকারের জবাব তলব করেছে উচ্চ আদালত। পাশাপাশি, ঘটনার পরেও কেন জরুরি পদক্ষেপ করেনি স্থানীয় প্রশাসন, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। হাইকোর্টের মন্তব্য, দায় তো কাউকে নিতেই হবে।

Advertisement

অগ্নিকাণ্ডের ঘটনার পরেই গোয়া হাই কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। সেটিকে জনস্বার্থ মামলায় বদলে দিয়েছে উচ্চ আদালত। সোমবার হাই কোর্টের গোয়া বেঞ্চের বিচারপতি সারং কোতওয়াল এবং বিচারপতি আশিস চ্যবনের পর্যবেক্ষণ, ওই ক্লাবের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে স্থানীয় পঞ্চায়েত। অভিযোগ পাওয়ার পরেও কোনও পদক্ষেপ করেনি স্থানীয় প্রশাসন। এ অবস্থায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছে গোয়ার স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে। কেন ওই নৈশক্লাব চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, সে বিষয়ে গোয়া সরকারকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে আদালত। আগামী ৮ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

গোয়ার আরপোরার নৈশক্লাব ‘বার্চ বাই রোমিও লেনে’ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়। গত ৬ ডিসেম্বর মধ্যরাতে ঘটে এই অগ্নিকাণ্ড। অঘটনের কয়েক ঘণ্টার মধ্যেই ভারত ছেড়ে পালিয়ে যান নৈশক্লাবের মালিক দুই ভাই সৌরভ এবং গৌরব লুথরা। পরে থাইল্যান্ডে ধরা পড়েন তাঁরা। দুই ভাইকে ভারতে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হয়েছে। ওই ঘটনায় ইতিমধ্যে বম্বে হাই কোর্টে একটি মামলা রুজু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গোয়ায় নৈশক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় সে রাজ্যের হাই কোর্টের প্রশ্নের মুখে প্রশাসন।
  • কেন নৈশক্লাবে ছাড়পত্র দেওয়া হয়েছিল, তা নিয়ে গোয়ার সরকারের জবাব তলব করেছে উচ্চ আদালত।
  • পাশাপাশি, ঘটনার পরেও কেন জরুরি পদক্ষেপ করেনি স্থানীয় প্রশাসন, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
Advertisement