সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘর্ষবিরতির পরও পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক লড়াই অব্যাহত। এবার পাক দূতাবাসের আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি। পাক দূতাবাসের ওই আধিকারিককে জানিয়ে দেওয়া হল, ভারতে তিনি অনাকাঙ্ক্ষিত।
ভারত সরকারের তরফে জানানো হয়েছে, দূতাবাসের ওই আধিকারিক তাঁর সরকারি পদের বাইরের কার্যকলাপে যুক্ত হয়ে পড়েছিলেন। তাই তাঁকে 'পার্সোনা নন গ্রাটা' হিসাবে ঘোষণা করা হয়েছে। ওই আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাক দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে এ সংক্রান্ত নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে। এভাবে ২৪ ঘণ্টার মধ্যে কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়াটা ভারত-পাক সংঘাতের আবহে নতুন মোড় যোগ করতে পারে।
উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর প্রথম ভারত সরকারের পাকিস্তানের বিরুদ্ধে যে পাঁচদফা কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করে, সেই পাঁচ দফার স্ট্রাইকের মধ্যে দূতাবাসের অধিকাংশ কর্মীকে 'পার্সোনা নন গ্রাটা' বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি হিসাবে ঘোষণা করে তাঁদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এর পর ভারত সরকার অপারেশন সিঁদুর শুরু করে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি পাক জঙ্গিঘাঁটি। নিকেশ হয় শতাধিক জেহাদি। যার জেরে দুদেশের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল।
অবশেষে শনিবার দুপক্ষের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি হয়েছে। যদিও ভারত সরকার স্পষ্ট বলে দিয়েছে, সংঘর্ষবিরতি হলেও সন্ত্রাসের সঙ্গে কোনওরকম আপস করা হবে না। এরই মধ্যে পাক দূতাবাসের আধিকারিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হল। ইসলামাবাদ এর পালটা কী পদক্ষেপ করে সেদিকে নজর থাকবে কূটনৈতিক মহলের।
