shono
Advertisement
Padma Awards 2026

'পদ্ম সম্মান ২০২৬' ঘোষণা কেন্দ্রের, পুরস্কৃত হচ্ছেন প্রসেনজিৎ, কুমার বসু-সহ ১১ বাঙালি

সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন রবিলাল টুডু, মহেন্দ্রনাথ রায়, গম্ভীর সিং ইয়নজোন, অশোক কুমার হালদার। প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়কেও মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার দিচ্ছে কেন্দ্র।
Published By: Amit Kumar DasPosted: 04:52 PM Jan 25, 2026Updated: 07:54 PM Jan 25, 2026

৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নামের তালিকা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। নিভৃতে নানা ক্ষেত্রে দেশসেবায় নিয়োজিত ১৩১ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে রবিবার সন্ধ্যায়। আগামী মার্চ বা এপ্রিল মাসে তাঁদের হাতে ২০২৬ সালের পদ্ম সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রকাশিত নামের তালিকায় রয়েছেন সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, কলা, সমাজসেবা ও জনকল্যাণমূলক ক্ষেত্রে নিজের জীবন সমর্পিত করা ভারতের কৃতি সন্তানরা। এই তালিকায় রয়েছেন বাংলার কিংবদন্তী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ ১১ জন বাঙালি।

Advertisement

রবিবার প্রকাশিত তালিকা অনুযায়ী এবার পদ্ম বিভূষণ সম্মান পাচ্ছেন ৫ জন, পদ্ম ভূষণ ১৩ জন ও পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে ১১৩ জনকে। এই তালিকায় মরণোত্তর পদ্ম বিভূষণ দেওয়া হচ্ছে প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে। পদ্ম ভূষণ পাচ্ছেন সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক-সহ ১৩ জন। ১১৩ জন পদ্মশ্রী সম্মান প্রাপকের তালিকায় বাংলা থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও উল্লেখযোগ্য হলেন, শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, তরুণ ভট্টাচার্য, তবলা বাদক পণ্ডিত কুমার বসু, জ্যোতিষ দেবনাথ, চিকিৎসা ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কৃত হচ্ছেন সরোজ মণ্ডল। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন রবিলাল টুডু, মহেন্দ্রনাথ রায়, গম্ভীর সিং ইয়নজোন, অশোক কুমার হালদার। প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়কেও মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার দিচ্ছে কেন্দ্র।

পাশাপাশি পুরস্কৃত হচ্ছে কেরলের ৯২ বছর বয়সি মহিলা কোল্লাক্কাইলি দেবকি আম্মা। পরিবেশ রক্ষায় অসামান্য কৃতিত্বের জন্য এই পুরস্কার পেয়েছেন দেবকি আম্মা। প্রায় ৫ একর জায়গাজুড়ে ৩০০০ গাছ রোপণ করে জঙ্গল তৈরি করেছেন নবতিপর এই বৃদ্ধা। এই বয়সে এখনও সেই জঙ্গল রক্ষায় নিয়োজিত তিনি। পুরস্কৃত হচ্ছেন, মহারাষ্ট্রের রঘুবীর তুকারাম খেরকড়। নিজের শিল্পকলায় অপরাধ, মাদক, পণপ্রথা, দুর্নীতি-সহ নানা বিষয়ে সচেতনতা মূলক প্রচার করেন তিনি, কৃষিক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য পদ্ম পুরস্কার পাচ্ছেন উত্তরপ্রদেশের রঘুপত সিং, ছত্তিশগড়ের রামচন্দ্র ও সুনিতা গডবলে এই পুরস্কার পাবেন অদিবাসীদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য, তামিলনাড়ুর আর কৃষ্ণন নীলগিরির মিলেনিয়া উপজাতি সম্প্রদায়ের মানুষের জীবনধারার উপর চিত্রকলার জন্য পাচ্ছেন পুরস্কার।

সমাজসেবার জন্য এবার পদ্ম পুরস্কার পাচ্ছেন কর্নাটকের এসজি সুশীলআম্মা, পশুপালন ও ডেয়ারি শিল্পে বিশেষ কৃতিত্বের জন্য পদ্ম পুরস্কার পাচ্ছেন তেলেঙ্গানার রামারেড্ডি মামিদি। স্থাপত্যকলায় এবার পদ্ম পুরস্কার পেতে চলেছেন রাজস্থপতি কালিয়াপ্পা গৌন্দার, ওড়িশার নাট্যশিল্পী সিমাঞ্চল পাত্র এবার পেতে চলেছেন পদ্ম পুরস্কার। সাহিত্য ও শিক্ষায় অবদানের জন্য ব্রিজ লাল ভট্ট, বুধারি তাতি, ভগবানদাস রায়কোয়ার, ধার্মিক লাল চুন্নি, ডঃ শ্যাম সুন্দর, চরণ হেমব্রম এবং কে পাঞ্জানিভেল পাচ্ছেন পদ্ম পুরস্কার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement