যুগলকে প্রকাশ্যে হেনস্তার অভিযোগ উঠল হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীদের বিরুদ্ধে। আতঙ্কে রেস্তরাঁর দোতলা থেকে ঝাঁপ দিলেন প্রেমিক-প্রেমিকা। শনিবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলায়। অভিযুক্তদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এদিন বারেলি মোড়ের কাছে একটি খাবারের দোকানের দোতলায় বসেছিলেন ওই যুগল। সেই সময় এক হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকজন কর্মী সেখানে উপস্থিত হন। যুগলকে দেখতে পেয়েই ঘিরে ধরেন তাঁরা। অভিযোগ, বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় তরুণ-তরুণীকে। শুধু তা-ই নয়, অভিযুক্তরা তাঁদের জাতপাতও জিজ্ঞাসা করেন। এখানেই শেষ নয়। কয়েকজন যুবক ওই যুগলের ভিডিও রেকর্ড করতে থাকেন। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। কিছুক্ষণ পর হঠাৎ রেস্তরাঁর দোতলার জানলা দিয়ে ঝাঁপ মারেন তরুণ। কিছু বুঝে ওঠের আগে, একইভাবে ওই জানলা দিয়েই লাফ দেন তরুণীও। তারপরই হলস্থূল পড়ে যায় এলাকায়। ঘটনাস্থল থেকে চম্পট দেন অভিযুক্তরা।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।
