shono
Advertisement
Gujarat

দিনদুপুরে অনুপ্রবেশের চেষ্টা! গুজরাটের কচ্ছে আটক পাকিস্তানি নাগরিক

বিএসএফের তরফে জানা গিয়েছে, অনুপ্রবেশের চেষ্টা করা ওই ব্যক্তির পরিচয় এখনও জানা না গেলেও তাঁর আনুমানিক বয়স ৫০।
Published By: Amit Kumar DasPosted: 07:38 PM Jan 25, 2026Updated: 07:38 PM Jan 25, 2026

ভারত-পাক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা গুজরাটে। গত ২৩ জানুয়ারি সকাল সাড়ে ৮টা নাগাদ কচ্ছ সীমান্তে টহলদারি চালানোর সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বিএসএফ। ওই পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

বিএসএফের তরফে জানা গিয়েছে, অনুপ্রবেশের চেষ্টা করা ওই ব্যক্তির পরিচয় এখনও জানা না গেলেও তাঁর আনুমানিক বয়স ৫০। তাঁকে তল্লাশি চালিয়ে আপত্তিকর বা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তিকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পাশাপাশি কেন, কী উদ্দেশে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

অভিযুক্তকে হেফাজতে নিয়ে তাঁর নাম ও ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। যদিও স্পষ্ট ভাবে কিছুই জানাতে পারেননি ওই ব্যক্তি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবস উপলক্ষে গোটা দেশে ও সীমান্তবর্তী অঞ্চলগুলিতে উচ্চসতর্কতা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। এহেন পরিস্থিতির মাঝে এই অনুপ্রবেশের ঘটনা স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়িয়েছে।

তবে গুজরাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা এই প্রথমবার নয়, এর আগে এই পথ ধরে অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন এক দম্পতি। পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাসিন্দা ওই দম্পতির নাম পোপাট কুমার (২৪) ও গৌরি। সীমান্ত থেকে মাত্র ৮ কিমি দূরে পাকিস্তানের এক গ্রামের বাসিন্দা ছিলেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement