সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে এবার থেকে আধার কার্ড বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সংবাদ সংস্থা পিটিআই এই খবর নিশ্চিত করেছে। শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেই নয়, ৫০ হাজার টাকার বেশি নগদ লেনদেনের জন্যও বাধ্যতামূলক হল আধার কার্ড। সমস্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট হোল্ডারদের জানানো হয়েছে, আসন্ন ৩১ ডিসেম্বর, ২০১৭-র মধ্যে প্রত্যেককে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করতে হবে। নইলে নিষ্ক্রিয় হয়ে যাবে ব্যাঙ্কে অ্যাকাউন্ট।
তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ না দেশের প্রতিটি মানুষের আধার কার্ড তৈরি হচ্ছে, ততদিন কেন্দ্র একতরফাভাবে কোনও নিয়ম চাপিয়ে দিতে পারে না বলে মনে করেন মমতা। নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতেও আধারের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন টুইটে তিনি লেখেন, আধার বাধ্যতামূলক করা হলে গরিব মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক বলে সম্প্রতি ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহেই ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। শীর্ষ আদালত ওই নির্দেশের উপর আংশিক স্থগিতাদেশ দেয়। আদালত জানিয়ে দেয়, যাঁদের আধার কার্ড রয়েছে, তাঁরা প্যান নম্বরের সঙ্গে আধার নম্বরকে যুক্ত করবেন কেন্দ্রের নিয়ম মেনে। তবে আধার নম্বর ছাড়া প্যান নম্বরকে এখনই অবৈধ বলে ঘোষণা করা যাবে না। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাংবিধানিক বেঞ্চ। এর আগে ২০১৫-তে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নয়। আধার বাধ্যতামূলক করা নিয়ে মামলা চলছে সাংবিধানিক বেঞ্চে৷ সেই ইস্যুর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাদের আধার কার্ড নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না৷
আয়কর রিটার্ন জমা দিতে ও নতুন প্যান কার্ডের আবেদনের জন্যও আগামী পয়লা জুলাই থেকে আধার কার্ড বাধ্যতামূলক৷ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) এ কথা জানিয়ে দিয়েছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এ নিয়ে নানা মহলে ধোঁয়াশা তৈরি হয়েছিল৷ সিবিডিটি তার ব্যাখ্যায় জানিয়েছে, যাঁদের এখনও আধার কার্ড বা আধার এনরোলমেন্ট আইডি নেই, সুপ্রিম কোর্টের রায়ে আংশিক স্বস্তি পাবেন তাঁরাই৷ আয়কর দপ্তর এখনই তাঁদের প্যান কার্ড বাতিল করবে না৷ কিন্তু আধার নম্বর পেলে তা কর রিটার্নে যুক্ত করতেই হবে৷
The post এবার ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে বাধ্যতামূলক হল আধার appeared first on Sangbad Pratidin.