shono
Advertisement
GST

আরও কমবে জিএসটি-র হার, বার্তা অর্থমন্ত্রীর

শেয়ারবাজারের স্থিতিশীলতা নিয়ে অবশ্য মুখ খুলতে রাজি হননি নির্মলা।
Published By: Biswadip DeyPosted: 11:45 AM Mar 09, 2025Updated: 11:45 AM Mar 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৭ সালের ১ জুলাই জিএসটি-র গড় হার ধরা হয় ১৫.৮%। কিন্তু ২০২৩ সালে তা কমে দাঁড়ায় ১১.৪%। আসলে কর আদায় বৃদ্ধি পাওয়ার কারণেই এই হ্রাস। এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বার্তা দিলেন, জিএসটি-র হার আরও কমবে।

Advertisement

একটি সংবাদমাধ্যমের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছিলেন নির্মলা। সেখানেই তিনি বলেন, করের ধাপকে যুক্তিসঙ্গত করে তোলার প্রক্রিয়া প্রায় পূর্ণ হয়েছে। আর তার ফলেই জিএসটি-র হার আরও কমবে আগামিদিনে। প্রসঙ্গত, অর্থমন্ত্রীর সভাপতিত্বে রাজ্যগুলির অর্থমন্ত্রীদের সমন্বয়ে তৈরি হয়েছিল জিএসটি কাউন্সিল। এবার তারা মূল পরিবর্তনগুলি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে। কাউন্সিলের পরবর্তী সভার আগে তিনি পুরো বিষয়টির একটি পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন নির্মলা। তিনি বলেন, ''সকলেই ভালো কাজ করেছে। তবে আমি কাউন্সিলে তা গ্রহণ করার আগে পুরোটা পর্যালোচনা করব।'' করের হার ধার্য করা এবং সেটিকে যুক্তিসঙ্গত করার জন্য একদিকে করের ধাপ হ্রাস করার পাশাপাশি হার সহজীকরণ করার মতো প্রক্রিয়াও অবলম্বন করা হয়েছে। এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিলগ্নিকরণ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মত, সাধারণ খুচরো লগ্নিকারীর রাষ্ট্রায়ত্ত সংস্থায় পুঁজি বাড়ানোই লক্ষ্য সরকারের। এবিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

তবে শেয়ারবাজারের স্থিতিশীলতা প্রসঙ্গে বলতে গিয়ে নির্মলা বলেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তা, লোহিতসাগরে অশান্তি এবং জলদস্যুর হামলার মতো নানাবিধ বিষয় মাথার রাখলে এপ্রসঙ্গে ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়। তাই এই নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১৭ সালের ১ জুলাই জিএসটি-র গড় হার ধরা হয় ১৫.৮%। কিন্তু ২০২৩ সালে তা কমে দাঁড়ায় ১১.৪%।
  • আসলে কর আদায় বৃদ্ধি পাওয়ার কারণেই এই হ্রাস।
  • এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বার্তা দিলেন, জিএসটি-র হার আরও কমবে।
Advertisement