shono
Advertisement

গ্রামের বাইরে বেরলেই শ্লীলতাহানি, আশঙ্কায় অনশনে ছাত্রীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনশনে বসেছে প্রায় ৮৬ জন ছাত্রী৷ না, কোনও রাজনৈতিক কারণে নয়৷ তাদের আমরণ অনশন স্কুলের জন্য৷ নিজেদের সম্মান বাঁচানোর জন্য৷ হরিয়ানার রেওয়ারি সাক্ষী থাকল এই ঘটনার৷ [ জানেন, কুলভূষণের হয়ে লড়তে কত টাকা নিচ্ছেন আইনজীবী? ] গান্ধীবাদী এই প্রতিবাদের ধরন রাজনৈতিক ক্ষেত্রে প্রায়শই দেখা যায়৷ কিন্তু স্কুলছাত্রীরা তা যেভাবে ব্যবহার করল, তার তুলনা মেলা […] The post গ্রামের বাইরে বেরলেই শ্লীলতাহানি, আশঙ্কায় অনশনে ছাত্রীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:39 AM May 16, 2017Updated: 05:22 AM May 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনশনে বসেছে প্রায় ৮৬ জন ছাত্রী৷ না, কোনও রাজনৈতিক কারণে নয়৷ তাদের আমরণ অনশন স্কুলের জন্য৷ নিজেদের সম্মান বাঁচানোর জন্য৷ হরিয়ানার রেওয়ারি সাক্ষী থাকল এই ঘটনার৷

Advertisement

জানেন, কুলভূষণের হয়ে লড়তে কত টাকা নিচ্ছেন আইনজীবী? ]

গান্ধীবাদী এই প্রতিবাদের ধরন রাজনৈতিক ক্ষেত্রে প্রায়শই দেখা যায়৷ কিন্তু স্কুলছাত্রীরা তা যেভাবে ব্যবহার করল, তার তুলনা মেলা ভার৷ কেন এরকম করল তারা? সকলেরই ভয় শ্লীলতাহানির৷ তাদের স্কুলে শুধু আছে জুনিয়র সেকশন৷ এরপর পড়াশোনা চালাতে গেলে অন্য স্কুলে যেতে হবে৷ পা রাখতে হবে গ্রামের বাইরে৷ সকলেরই আশঙ্কা, অন্য গ্রামে পা দেওয়া মানেই ওঁত পেতে আছে শ্লীলতাহানি৷ ভিনগ্রামের যুবকরা তাদের ছেড়ে দেবে না, যে কোনও সময় ঘটে যেতে পারে অপ্রীতিকর কিছু৷ তাই অনেক অভিভাবক হয়তো পড়াশোনা বন্ধই করে দেবে তাদের৷ পড়াশোনা চালানোর একটাই উপায়, যদি নিজেদের স্কুলেই উঁচু ক্লাসে পড়ার সুযোগ পাওয়া যায়৷ কিন্তু সে ক্লাস চালু করার অনেক সমস্যা৷ নানা নিয়মের গেরো৷ কোনও উপায় না দেখে তাই অনশনের পথই বেছে নিয়েছে ছাত্রীরা৷ টানা পাঁচদিন চলছে তাদের এই অনশনপর্ব৷

ছাত্রীদের এই আন্দোলনে অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসনও৷ হরিয়ানার শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন, এই স্কুলটিতে দশম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন চালু করা হবে৷ এদিকে নবম ও দশম শ্রেণি চালু করার জন্য যে সংখ্যক ছাত্রছাত্রী দরকার, তা এই স্কুলে নেই৷ তা সত্ত্বেও আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ যে হরিয়ানায় কন্যাসন্তানের সংখ্যা ক্রমশ কমছে, যেখানে মহিলাদের উপর নির্যাতন নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, সেখানে ছাত্রীদের এই জেদের কাছেই হার মেনেছে প্রশাসন৷ তাতে হাসি ফুটেছে অনশনক্লিষ্ট মুখগুলিতে৷ তবে মুখের আশ্বাসেই প্রতিবাদ থামিয়ে দিচ্ছে না তারা৷ যতক্ষণ না মন্ত্রীর তরফ থেকে লিখিত বিবৃতি পাওয়া যাচ্ছে, ততক্ষণ প্রতিবাদ জারি রাখার সিদ্ধান্ত ছাত্রীদের৷

The post গ্রামের বাইরে বেরলেই শ্লীলতাহানি, আশঙ্কায় অনশনে ছাত্রীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার