সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে বর্ষার আগমন ঘটতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বই, পুণে-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে। সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের সাধারণ জনজীবন। বৃষ্টি ও বজ্রপাতের জেরে বিমান ওঠানামা ও গণপরিবহণে প্রভাব পড়েছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ৩ থেকে ৪ ঘণ্টা আরও বেশি বৃষ্টি হবে মুম্বইয়ের বেশকিছু এলাকায়।
কুরলা, সায়ন, দাদর ও পারেল-সহ বেশ কয়েকটি নিচু এলাকা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। এদিকে প্রবল বৃষ্টির জেরে সকাল থেকেই দৃশ্যমানতা কম থাকায় গণপরিবহণে প্রভাব পড়েছে। এদিকে রেললাইনে জল জমে যাওয়ায় সেন্ট্রাল, ওয়ের্স্টান ও হারবর লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বেশিরভাগ ট্রেনের সময়সূচীতে বদল আনা হয়েছে।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। বিপর্যয় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখতে নির্দেশ দিয়েছেন। পর্যাপ্ত ত্রাণ মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকায় রাস্তাঘাট, ওভারব্রিজ বিশেষ করে ইলেকট্রিক লাইনে নজর রাখতে বলা হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়-সহ বেশকিছু এলাকায় বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এদিকে মুম্বইয়ের বেশকিছু এলাকায় প্রবল বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
