shono
Advertisement
Helicopter

চার ধাম যাত্রায় হেলিকপ্টার পরিষেবায় বিভ্রাট, দায়িত্বপ্রাপ্ত সংস্থার লাইসেন্স ‘সাসপেন্ড’

শনিবার গুপ্তকাশীতে কেদারনাথগামী একটি হেলিকপ্টার রাস্তার উপর ক্র্যাশ ল্যান্ডিং করে।
Published By: Gopi Krishna SamantaPosted: 09:07 AM Jun 10, 2025Updated: 09:07 AM Jun 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার ধাম যাত্রায় হেলিকপ্টার পরিষেবায় একের পর এক বিভ্রাট! দায়িত্বপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DCGA)। শনিবার গুপ্তকাশীতে কেদারনাথগামী একটি হেলিকপ্টার রাস্তার উপর ক্র্যাশ ল্যান্ডিং করে। বরাত জোরে রক্ষা পান কপ্টারে থাকা যাত্রী ও পাইলটরা। এরপর সোমবার DCGA-এর তরফে চার ধাম যাত্রায় হেলিকপ্টার পরিষেবার দায়িত্বপ্রাপ্ত সংস্থা কেস্ট্রেল অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি চার ধাম যাত্রায় একাধিক হেলিকপ্টার পরিষেবায় বিভ্রাটের জেরে স্যারপ্রাইজ অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে এদিনের বিজ্ঞপ্তিতে।

Advertisement

শনিবার রুদ্রপ্রয়াগে গুপ্তকাশীর কাছে ব্যস্ত সড়কে তড়িঘড়ি জরুরি অবতরণ করে একটি হেলিকপ্টার। অবতরণের সময় হেলিকপ্টারটির পিছনের অংশ রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার হেলিকপ্টারটি বাদসু হেলিপ্যাড থেকে কেদারনাথের উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের সময় তাতে ছিলেন ৫ জন যাত্রী ও দু’জন পাইলট। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সঙ্গে সঙ্গেই কপ্টারটি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন পাইলটরা।

এদিকে হেলিকপ্টার পরিষেবার দায়িত্বপ্রাপ্ত সংস্থার লাইসেন্স বাতিল করা নিয়ে DCGA-এর তরফে জানানো হয়েছে, একের পর এক দুর্ঘটনার পর যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, কেদারনাথ যাওয়ার পথে দুর্ঘটনার খবর এই প্রথমবার নয়। হতাহতের ঘটনা না ঘটলেও, বারবার হেলিকপ্টার দুর্ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। গত মাসেও কেদারনাথ ধামে অবতরণের সময় একটি হেলি-অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়েছিল। যদিও সেই ঘটনাতেও কোনও হতাহতের খবর ছিল না। কোনওক্রমে রক্ষা পেয়েছিলেন পাইলটরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চার ধাম যাত্রায় হেলিকপ্টার পরিষেবায় একের পর এক বিভ্রাট!
  • দায়িত্বপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DCGA)।
  • শনিবার গুপ্তকাশীতে কেদারনাথগামী একটি হেলিকপ্টার রাস্তার উপর ক্র্যাশ ল্যান্ডিং করে।
Advertisement