shono
Advertisement

সোপিয়ানে খতম হিজবুল নেতা, আত্মসমর্পণ লস্কর জঙ্গির 

গত কয়েক বছরে উপত্যকায় প্রথম কোনও জঙ্গিকে জীবন্ত পাকড়াও। The post সোপিয়ানে খতম হিজবুল নেতা, আত্মসমর্পণ লস্কর জঙ্গির  appeared first on Sangbad Pratidin.
Posted: 01:24 PM Sep 10, 2017Updated: 07:54 AM Sep 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কাশ্মীরে বড়সড় ধাক্কা খেল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন৷ রবিবার সোপিয়ান জেলায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ হয় হিজবুলের শীর্ষ নেতা তারিক আহমেদ ভাট৷ একই সঙ্গে সেনার কাছে আত্মসমর্পণ করল লস্কর জঙ্গি আদিল দার৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মৃত জঙ্গির কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷

Advertisement


পুলিশ সূত্রে খবর, সোপিয়ানের বরবাগ গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর দেন গোয়েন্দারা৷ তারপরই দ্রুত এলাকাটিকে ঘিরে ফেলে সেনা ও পুলিশের যৌথবাহিনী৷ জঙ্গিদের আত্মসমপর্ণ করতে বলা হলে গুলি চালাতে শুরু করে তারা৷ পালটা অভিযান চালায় জওয়ানরা৷ জঙ্গিদের হাতে একে-৪৭, সেমি-অটোমেটিক রাইফেল থাকায় শুরু হয় প্রবল গুলির লড়াই৷ বেশ কিছুক্ষণ ধরে এনকাউন্টার চলার পর খতম হয় হিজবুলের জঙ্গিনেতা তারিক আহমেদ ভাট৷ পালানোর পথ না পেয়ে আত্মসমর্পণ করে লস্কর জঙ্গি আদিল দার৷ তবে পালাতে সক্ষম হয় এক জঙ্গি৷ তার খোঁজে এলাকা জুড়ে চিরুণি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী৷


এদিনের অভিযান সেনাবাহিনীর বড়সড় সাফল্য বলেই মনে করছেন ওয়াকিবহল মহল৷ কারণ গত কয়েক বছরে এই প্রথম কোনও জঙ্গিকে জীবন্ত পাকড়াও করল সেনা৷ ওই জঙ্গির থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেই অনুমান করছেন তাঁরা৷ উলেখ্য, শনিবার উপত্যকার বারামুলা জেলায় সেনার সঙ্গে এনকাউন্টারে মারা পড়ে হিজবুল মুজাহিদিনের ‘ডিভিশন কমান্ডার’ রিয়াজ আহমেদ৷ উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই দেশজুড়ে জঙ্গি হানার সতর্কবার্তা জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক৷ দেশের বিমানবন্দর, রেল স্টেশনে রাসায়ানিক হামলা চালাতে পারে জঙ্গিরা বলে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে৷

The post সোপিয়ানে খতম হিজবুল নেতা, আত্মসমর্পণ লস্কর জঙ্গির  appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement