মাঝ-আকাশেই মিলেছিল 'অশনিসংকেত'! মুম্বইয়ের বিমানবন্দর থেকে ওড়ার ২৪ মিনিটের মধ্যেই একবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অজিত পওয়ারের বিমানটির। তার পর বারামতি বিমানবন্দরে অবতরণের সময়েই সেটি ভেঙে পড়ে। তাতে মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিতের। এমনটাই জানা গেল প্রাথমিক তদন্তে।
বুধবার মুম্বই থেকে সকাল ৮টা বেজে ১০ মিনিটে বারামতির উদ্দেশে রওনা দেয় অজিতের বিমান। বিমানের গতিবিধি নজরদার সংস্থা ফ্লাইটরেডার২৪ জানিয়েছে, তার পর সকাল ৮টা ৩৪ মিনিটে বিমানটি সংকেত পাঠানো বন্ধ করে দেয়। যদিও তা কিছুক্ষণের জন্যই। তার পরেই আবার বিমানটির সংকেত মিলতে শুরু করে। এর পর সকাল ৮টা ৪৩ মিনিটে আবার সব নিস্তব্ধ! অনুমান, সেই সময়েই ভেঙে পড়ে বিমানটি। ফ্লাইটরেডার জানিয়েছে, বারামতি বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরত্বে ঘটনাটি ঘটে। আচমকাই বন্ধ হয়ে যায় 'এডিএস-বি' সংকেত পাঠানো। সেই সময় বিমানটি ভূপৃষ্ঠ থেকে এক কিলোমিটার উচ্চতায় ছিল। বিমানটির গতিবেগ ছিল ঘণ্টায় ২৩৭ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
ঘড়িতে তখন সকাল ৮টা বেজে ৪৬ মিনিট। সেই সময় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল বারামতি বিমানবন্দর এলাকা! বিমানবন্দরের পাশের সড়কপথে লাগানো সিসিটিভি ক্যামেরাতেই ধরা পড়েছে সেই বিস্ফোরণের মুহূর্ত। ভিডিওয় দেখা গিয়েছে, মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গিয়েছে আকাশ। বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে অজিতের বিমান। বিমানটিতে অজিত-সহ পাঁচ জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জন ছিলেন উপমুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী এবং দু’জন ছিলেন বিমানকর্মী। অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ জানাচ্ছে, দুর্ঘটনায় পাঁচ জনেরই মৃত্যু হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে একটি দল বারামতি বিমানবন্দরে পাঠাচ্ছে ডিজিসিএ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যে মাঝারি মাপের চার্টার্ড বিমানে করে মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন এনসিপি প্রধান অজিত, সেটি ছিল লিয়ারজেট ৪৫ মডেলের ‘ভিটি-এসএসকে’ বিমান। বম্বার্ডিয়ার এরোস্পেস সংস্থার তৈরি এই বিমানটি বুধবার সকালে বারামতিতে ভেঙে পড়ে। এক্স হ্যান্ডলে ‘ফ্লাইটরেডার২৪’ জানিয়েছে, বারামতি এয়ারপোর্টে অবতরণের সময় প্রথমবার ব্যর্থ হন পাইলট। দ্বিতীয়বার অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে।
বারামতি বিমানবন্দরের ম্যানেজার শিবাজি তাওয়াড়ে জানান, ভিটি-এসএসকে বিমানটি রানওয়েতে অবতরণের চেষ্টা করার সময়ে দুর্ঘটনাটি ঘটেছে। অবতরণের সময়ে রানওয়ের একটি ধারে ভেঙে পড়ে লিয়ারজেট ৪৫। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে।
