shono
Advertisement
T20 World Cup

'পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলেই আমরা খেলব', আইসিসিকে ভরসা যোগাল ৪ লক্ষ বাসিন্দার দেশ

ক্রিকেটদুনিয়ায় তাদের কেউ চেনে না। সেদেশের ক্রিকেটারের নামও অজানা। কিন্তু এবার পাকিস্তানকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল সেই ছোট্ট দেশ।
Published By: Anwesha AdhikaryPosted: 03:55 PM Jan 28, 2026Updated: 03:55 PM Jan 28, 2026

ক্রিকেটদুনিয়ায় তাদের কেউ চেনে না। সেদেশের ক্রিকেটারের নামও অজানা। কিন্তু এবার পাকিস্তানকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল সেই আইসল্যান্ড। বরফে ঢাকা ক্ষুদ্র দেশটি জানিয়ে দিল, যদি বাবর আজমরা বিশ্বকাপে না খেলেন তাহলে আইসল্যান্ড নেমে পড়বে মেগা টুর্নামেন্টে। মাত্র পাঁচদিনের নোটিসে হলেও বিশ্বকাপ খেলতে প্রস্তুত বলে জানিয়েছে আইসল্যান্ড বোর্ড।

Advertisement

ক্রিকেটদুনিয়ায় আইসল্যান্ড একেবারেই অপরিচিত। ২২ গজে নেমেও তেমন কিছু করে দেখাতে পারেনি তারা। তবে সোশাল মিডিয়ায় আইসল্যান্ড ক্রিকেট তুমুল জনপ্রিয়। মজার কমেন্ট, একাধিক ক্রিকেটার এবং দলকে ট্রোলিং-এসবের মাধ্যমেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে পরিচিতি গড়ে তুলেছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। এবার পাকিস্তানের 'বিশ্বকাপ নাটক'কে হাতিয়ার করেছে তারা। সোশাল মিডিয়ায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, একেবারে প্রস্তুতি না থাকলেও তারা বিশ্বকাপে খেলতে রাজি।

এক্স হ্যান্ডেলে আইসল্যান্ড বোর্ডের বার্তা, 'পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা, সেই সিদ্ধান্ত দ্রুত জানাটা আমাদের খুব প্রয়োজন। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে ওরা জানিয়ে দেবে। আমরা সেদিনই বিমান ধরার জন্য একেবারে তৈরি। তবে ৭ ফেব্রুয়ারি কলম্বোয় ম্যাচ খেলার মতো অবস্থায় থাকব কিনা, সেটা নিয়ে সংশয় রয়েছে। এত দ্রুত পর্যাপ্ত বিমান পরিষেবা পাওয়া যাবে কিনা সেটাও জানি না। তবু আমরা খেলব। আমাদের ওপেনিং ব্যাটার এমনিতেই রাতে ঘুমোয় না।'

মজার ছলে আইসল্যান্ডের এই কটাক্ষ হু হু করে ভাইরাল হয়েছে। তবে ছোট্ট দেশটির বিশ্বকাপ খেলার স্বপ্ন এবার পূরণ হবে না। কারণ আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশই খেলবে। বাংলাদেশ পুরোপুরিভাবে বিশ্বকাপ বয়কট করেনি। তাদের দাবি ছিল, ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। পাকিস্তানের সবক’টি ম্যাচই শ্রীলঙ্কায় রাখা আছে। ফলে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে ওই জায়গায় অনায়াসে ঢুকে পড়তে পারে বাংলাদেশ। কারণ তাদের বিশ্বকাপ খেলার যোগ্যতা রয়েছে এবং শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে তাদের আপত্তি নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement