shono
Advertisement

‘আর ক’টা পাকিস্তান তৈরি করবেন? ভারতকে আর কত টুকরো করবেন?’

বিজেপিকে বেনজির আক্রমণ ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার। The post ‘আর ক’টা পাকিস্তান তৈরি করবেন? ভারতকে আর কত টুকরো করবেন?’ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:18 PM Nov 18, 2017Updated: 03:47 PM Sep 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আপনারা একটা পাকিস্তান তৈরি করেছেন। আর ক’টা পাকিস্তান তৈরি করবেন?  ভারতকে আর কত টুকরো করবেন?’ মেরুকরণ ইস্যুতে এই ভাষাতেই বিজেপিকে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। এখানেই থেমে থাকেননি তিনি। পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে নিজের বক্তব্য থেকে তিনি যে সরছেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন ইউপিএ জমানার প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement

[পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে আনার হিম্মত নেই, বিস্ফোরক প্রাক্তন মুখ্যমন্ত্রী]

নোটবন্দি, জিএসটি, বেকারি, অসন্তোষ, হার্দিক প্যাটেল। গুজরাটে বিধানসভা ভোটের আগে সমস্যায় জেরবার গেরুয়াশিবির। তাই মোদির রাজ্যে জমি শক্ত করতে ফের মেরুকরণকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি। এমনটাই অভিযোগ বিরোধীদের। এই পরিস্থিতিতে আবার উত্তরপ্রদেশের পুরভোটে স্ত্রীকে জেতাতে মুসলিমদের প্রকাশ্যে হুমকি দিয়েছেন বিজেপি নেতা রঞ্জিৎ শ্রীবাস্তব। এক জনসভায় তিনি বলেন, ‘মুসলমানদের স্পষ্ট করে বলছি, ভোটটা আমাদের দিন। এটা কোনও ভিক্ষার বিষয় নয়। আমাদের ভোট দিলে শান্তিতে থাকবেন। আর তা না হলে বুঝবেন কপালে খারাপ কিছু অপেক্ষা করছে।’ শনিবার জম্মুতে এক জনসভায় সেই প্রসঙ্গ তুলে বিজেপিকে তুলোধোনা করলেন ইউপিএ জোট শরিক ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা। তিনি বলেন, ‘উত্তরপ্রদেশের বিজেপি নেতারা মুসলিমদের হুমকি দিচ্ছেন। বলছেন, তাদের ভোট না দিলে, দেখে নেবেন। হিন্দু, শিখ, মুসলিম, খ্রিস্টান, এই দেশ প্রত্যেকের।’ ফারুক আবদুল্লার সংযোজন, ‘আপনার একটি পাকিস্তান তৈরি করেছেন। আর ক’টা পাকিস্তান তৈরি করবেন? ভারতকে আর কত টুকরো করবেন?’

দেখুন ভিডিও

প্রসঙ্গত, বুধবারই পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন ফারুক আবদুল্লা। তাঁর মন্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয়। এমনকী, ওই মন্তব্যের জন্য কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করারও নির্দেশ দিয়েছিল বিহারের একটি আদালত। কিন্তু, এতকিছুর পরও তিনি যে নিজের মন্তব্য থেকে সরতে একেবারেই রাজি নন, তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফারুক আবদুল্লা। তাঁর সাফ কথা, ‘ আমি বলেছি, পাক-অধিকৃত কাশ্মীর পাকিস্তানের। তারা কী হাতে চুড়ি পরে বসে আছে? তাদের হাতেও পরমাণু বোমা আছে। আপনারা কী চান, পাকিস্তানের হাতে আমাদের মৃত্যু হোক? আপনারা তো প্রাসাদে বসে আছেন। সেইসব গরিব মানুষদের কথা ভাবুন, যাঁরা সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে বসবাস করেন। রোজ সেখানে বোমা পড়ছে।’

[‘এবার বোধহয় কাসভ জয়ন্তী পালন করবে সিদ্দারামাইয়া সরকার’]

The post ‘আর ক’টা পাকিস্তান তৈরি করবেন? ভারতকে আর কত টুকরো করবেন?’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার