সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র হাতে গোনা কয়েকদিন। তারপরই ৭৬তম সাধারণতন্ত্র দিবস। এই বিশেষ দিন উদযাপনের সাজসাজ রব দিল্লিতে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানীর পথঘাট। প্রত্যেক বছরই সাধারণতন্ত্রের কুচকাওয়াজ ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা লক্ষ্য করা যায়। আপনিও কি দিল্লিতে গিয়ে সামনে থেকে এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে চান? এখনও খোলা আছে টিকিট পাওয়ার পথ।
প্রত্যেক বছরের মতো এবারেও দিল্লির কর্তব্য পথে জমকালো কুচকাওয়াজ হবে। যার মাধ্যমে ভারতীয় সংস্কৃতি, সামরিক ক্ষমতা ও প্রযুক্তির উন্নয়নকে তুলে ধরা হবে। ২৬ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হবে সেই বিশেষ প্যারেড। এবারের প্যারেডের থিম হল ‘স্বর্ণিম ভারত: ঐতিহ্য ও বিকাশ।’ প্রতিবারের মতোই যেখানে অংশ নেবে স্থল, জল, বায়ুসেনা এবং বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা।
যাঁরা রাজধানীতে সরাসরি এই কুচকাওয়াজ দেখতে চান তাঁরা অফলাইন কিংবা অনলাইন দুই মাধ্যমেই টিকিট কাটতে পারেন। তবে এবছর পোর্টালে টিকিট বিলি আপাতত বন্ধ হয়ে গিয়েছে। গত ২ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে মিলছিল টিকিট। তবে হতাশ হবেন না। এখনও সুযোগ রয়েছে।
টিকিট পাবেন-
সেনা ভবন (গেট নং ২)
শাস্ত্রী ভবন (৩ নং গেটের কাছে)
যন্তর মন্তর (মেইন গেটের কাছে)
প্রগতি ময়দান (গেট নং ১)
রাজীবচক মেট্রো স্টেশন (গেট ৭ ও ৮)।
২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস ভারতের ঐক্য, বৈচিত্র্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক। এদিন সকালে বর্ণাঢ্য সামরিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতের রাষ্ট্রপতি। একই সঙ্গে দেশের বাছাই নাগরিকদের পদ্ম পুরস্কারের ভূষিত করেন তিনি। এছাড়াও সেনাকর্মীদের পরমবীর চক্র, অশোক চক্র ও বীর চক্রে ভূষিত করেন রাষ্ট্রপতি। এই বছরের সাধারণতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্তো।