ফের দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান। বুধবার সকালে জলাশয়ে আছড়ে পড়ল বায়ুসেনার এক প্রশিক্ষণ বিমান। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। কচুরিপানা বোঝাই ওই জলাশয়ে আছড়ে পড়ায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে উদ্ধারকারী দল।
জানা গিয়েছে, বুধবার সকালে বিকট শব্দে প্রয়াগরাজের ওই জলাশয়ে আছড়ে পড়ে বিমানটি। শব্দ শুনে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। দুর্ঘটনাগ্রস্ত ওই বিমান থেকে পাইলটদের উদ্ধার করেন তাঁরাই। দু'জন পাইলটই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়, তবে অনুমান করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির জন্য দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কচুরিপানা বোঝাই ওই পুকুর থেকে বিমানটিকে উদ্ধারের কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, বায়ুসেনার বিমানে দুর্ঘটনার ঘটনা এই প্রথমবার নয়, সাম্প্রতিক সময়ে দেশে নানা প্রান্তে বায়ুসেনার বিমানে দুর্ঘটনার খবর সামনে এসেছে। এর আগে গত বছরের নভেম্বর মাসে দুবাইতে এক এয়ারশোতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার যুদ্ধবিমান তেজস। ওই এয়ারশোতে কৌশল দেখানোর সময় দুর্ঘটনার জেরে মৃত্যু হয় বায়ুসেনার এক পাইলটের। এছাড়াও ওই মাসেই একটি পিলাটাস পিসি-৭ বেসিক প্রশিক্ষণ বিমান চেন্নাইয়ের তাম্বারামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। যদিও সেবার কপালজোরে রক্ষা পান পাইলট।
