মুসলিম ধর্মাবলম্বী হলে কি বলিউডে কাজ পাওয়া যায় না? বিজেপি ক্ষমতায় আসার পর থেকে হিন্দি সিনেদুনিয়ায় কি ধর্মীয় মেরুকরণের রাজনীতির রমরমা? এআর রহমানের সাম্প্রতিক মন্তব্য এমনই কিছু প্রশ্ন তুলে দিয়েছে বর্তমানে। যা নিয়ে বিনোদুনিয়ায় শোরগোলের পাশাপাশি রাজনৈতিকমহলেও চর্চার অন্ত নেই। যদিও রহমানের দাবি নস্যাৎ করে বিজেপি উদাহরণস্বরূপ শাহরুখ-সলমনের তিন দশকের খান সাম্রাজ্যের উদাহরণ দর্শিয়েছে, তবে এই বিতর্কের দাবানল যে এখনই থামবে না, তা বেশ বোঝা যাচ্ছে। এবার অস্কারজয়ী রহমানের 'সাম্প্রদায়িক বিভাজন ত্বত্ত্ব' নিয়ে মুখ খুললেন প্রবীণ গায়ক অনুপ জলোটা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এআর রহমান দাবি করেন, "গত আট বছরে ক্ষমতার পালাবদলের পাল্লায় পড়ে বলিউডে বহু কাজ হাতছাড়া হয়েছে। এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজন নীতিও হতে পারে। যদিও বিষয়টি মুখের উপর আমাকে কেউ বলেননি, তবে কানাঘুষো এসব কথা আমার কাছে এসেছে।" এহেন মন্তব্য টেনেই অস্কারজয়ী সুরকারকে ফের ধর্মান্তরিত হওয়ার নিদান দেন অনুপ জলোটা। সোশাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় প্রবীণ গায়ক বলেন, "সঙ্গীত পরিচালক এআর রহমান মূলত হিন্দু ছিলেন। পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তো উনি ব্যাপকভাবে কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে। খ্যাতিও অর্জন করেছেন। এবং প্রচুর ভালোবাসাও পেয়েছেন। কিন্তু এখন যদি রহমান মনে করেন যে, ধর্মের কারণে ভারতে যথেষ্ট কাজ পাচ্ছেন না তিনি, তবে ওঁর আবার হিন্দু ধর্ম গ্রহণ করার কথা ভাবা উচিত।" এখানেই অবশ্য থামেননি অনুপ জলোটা!
ব্যঙ্গাত্মকভাবে রহমানকে খোঁচা দিয়ে প্রবীণ গায়কের সংযোজন, "অন্তত সেই আত্মবিশ্বাসটা ওঁর থাকা উচিত যে, হিন্দু ধর্মে ফিরে এলে ইন্ডাস্ট্রিতে উনি আবার কাজ পেতে শুরু করবেন। ওই সাক্ষাৎকার থেকে আমি অন্তত এটাই বুঝেছি। তাই আমি জোরালোভাবে পরামর্শ দিচ্ছি যে, রহমান আবার হিন্দু ধর্মে ফিরে আসুন এবং দেখুন তিনি কাজ পান কিনা!" জালোটার এহেন বিবৃতি ইতিমধ্যেই সোশাল পাড়ায় বিতর্কের জন্ম দিয়েছে। অনেকের কথায়, 'সনাতনী ধর্ম তো ছেলেখেলা নয়! যে একবার ত্যাগ করার পর চাইলেই সহজেস আবার গ্রহণ করে প্রকৃত হিন্দু হওয়া যায়।' কারও বা মন্তব্য, 'ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, সেটাকে কারও উপর চাপিয়ে দেওয়া যায় না!' অনুপ জলোটার এহেন বিবৃতি বিভিন্ন মহলেও সমালোচনার জন্ম দিয়েছে।
