সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে ফের নকশালদের রমরমা! 'লালগড়' সুকমায় আইইডি বিস্ফোরণে শহিদ হলেন এক পুলিশ আধিকারিক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মাটিতে বোমা পুঁতে রেখেছিল মাওবাদীরা। টহলদারির সময়ে সেই বোমায় পা পড়েই মৃত্যু হয়েছে এএসপি আকাশ রাও গিরিপুঞ্জের।
মঙ্গলবার দেশজুড়ে ভারত বন্ধ ডেকেছে মাওবাদীরা। তার আগের দিন সুকমা জেলার দোনদরা গ্রামে পায়ে হেঁটে টহল দিচ্ছিলেন পুলিশকর্মীরা। সেই সময়েই মাটির নিচে পুঁতে রাখা আইইডি'তে পা পড়ে আকাশের। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। গুরুতর আহত হন আকাশ-সহ তিনজন পুলিশ আধিকারিক। অত্যন্ত সংকটজনক অবস্থায় আকাশকে এয়ারলিফট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পুলিশ আধিকারিক। বাকি দুই আধিকারিক এবং অন্যান্যদের অবস্থা আপাতত স্থিতিশীল।
চলতি বছরে এই নিয়ে মাওবাদীদের হাতে নিহত হলেন মোট ১৮ জন নিরাপত্তা কর্মী। সেই তালিকায় এবার যোগ হল কোন্টা ডিভিশনের এএসপি আকাশের নাম। উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে।
এখনও পর্যন্ত ওই এলাকাজুড়ে অভিযান চালিয়ে ৩১ জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে। ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা ১০০০ মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় ২০ হাজারের বেশি যৌথ বাহিনীকে। অভিযানে ইতিমধ্যেই খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসবরাজুকে, যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা। তবে এবার মাওবাদীদের ডেরায় শহিদ হলেন এক পুলিশকর্মী।
