সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতাল নাকি যুদ্ধক্ষেত্র বোঝা মুশকিল। ডাক্তারের সঙ্গে লড়াই চলছে রোগীর। এমনই ঘটনা দেখা গেল হিমাচল প্রদেশে। সোমবার সেরাজ্যের ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজের এক ডাক্তারের বিরুদ্ধে রোগীকে মারধোরের অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, অর্জুন পানওয়ার কিছু শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালে যান। শ্বাসকষ্ট হওয়ায় পানওয়ার অন্য ওয়ার্ডের বিছানায় শুয়ে পড়েন। তাঁর দাবি, বিনা কারণে তাঁর সঙ্গে অভদ্র আচরণ শুরু করেন ডাক্তার। পানওয়ার এই আচরণের প্রতিবাদ করার পরেই শুরু হয় বচসা। এই বচসা থেকেই পরবরতিকালে বর আকার ধারণ করে। মারামারিতে জড়িয়ে পরে দুই পক্ষই।
পানওয়ার বলেন, "আমার ব্রঙ্কোস্কপি করানো হয় এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। যখন আমি অক্সিজেন চাইলাম, তখন ডাক্তার আমার হাসপাতালে ভর্তি নিয়ে প্রশ্ন তোলেন।" তিনি আরও বলেন, "আমি তাঁকে অনুরোধ ভদ্রভাবে কথা বলার জন্য। কিন্তু তিনি মারামারি শুরু করেন। নিজের পরিবারের সঙ্গেই এমনভাবে কথা বলেন কিনা জিজ্ঞেস করায় আমাকে মারতে শুরু করেন।"
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিছানায় শুয়ে থাকা পানওয়ারকে বারবার মারছেন ওই ডাক্তার। এরপরেই হাসপাতালে ভিড় জমে যায়। ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন সকলেই।
এই ঘটনায় শিমলার আইজিএমসি হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। হাসপাতালের সুপারিনটেনডেন্ট (এমএস) ডাঃ রাহুল রাও বলেন, এই কমিটি বিষয়টির তদন্ত করছে এবং কয়েক ঘন্টার মধ্যেই রিপোর্ট জমা দেবে। তিনি আরও বলেন, অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
