shono
Advertisement
Khaleda Zia

'ভারত-বাংলাদেশ সম্পর্ককে সুদৃঢ় করেন', সংসদে খালেদা স্মরণে বার্তা ঢাকাকে?

একই সঙ্গে লোকসভায় শ্রদ্ধা জানানো হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে, যিনি বুধবার এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান।
Published By: Kishore GhoshPosted: 10:00 AM Jan 29, 2026Updated: 10:31 AM Jan 29, 2026

সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে বাংলাদেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিতে শোকবার্তা পাঠ করা হল সংসদের উভয় কক্ষে। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ অধিবেশন ভাষণের পর লোকসভা ও রাজ্যসভায় ওবিচুয়ারি রেফারেন্সের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় তাঁকে। বিষয়টি নিছক সৌজন্য হিসাবে তুলে ধরা হলেও, ভোটমুখী বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

এদিন লোকসভায় স্পিকার ওম বিড়লা খালেদা জিয়া-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির প্রয়াণে শোকবার্তা পাঠ করেন। তিনি বলেন, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। এরপর সংসদ সদস্যরা নীরবতা পালন করে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে লোকসভায় শ্রদ্ধা জানানো হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে, যিনি বুধবার এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। এছাড়াও সদ্য প্রয়াত আরও কয়েকজন প্রাক্তন সাংসদকেও শ্রদ্ধা জানান ওম বিড়লা।

এদিন লোকসভায় স্পিকার ওম বিড়লা খালেদা জিয়া-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির প্রয়াণে শোকবার্তা পাঠ করেন।

শোকজ্ঞাপন পর্ব শেষ হওয়ার পর লোকসভা সারাদিনের জন্য মুলতবি ঘোষণা করা হয়। সংসদের রীতি অনুযায়ী, অধিবেশন শুরু হলে সম্প্রতি প্রয়াত প্রাক্তন বা বর্তমান সাংসদ এবং আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট ব্যক্তিদের অবিচুয়ারি উল্লেখ করা হয়। সেই রীতিতেই রাজ্যসভায় প্রয়াত প্রাক্তন সাংসদ এল গণেশন ও সুরেশ কালমাদির পাশাপাশি বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement