৭৯তম স্বাধীনতা দিবস। প্রথামতো লালকেল্লায় পতাকা উত্তোলন প্রধানমন্ত্রীর। ২০১৪ থেকে শুরু করে এই নিয়ে ১২ বার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এবারের স্বাধীনতা দিবসের থিম রাখা হয়েছে নতুন ভারত। সেই সঙ্গে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনেও শামিল দেশবাসী।
সকাল ৯:১৫ লালকেল্লা থেকে ভাষণ শেষ করলেন প্রধানমন্ত্রী। ১ঘণ্টা ৪৫ মিনিট ধরে বক্তৃতা দিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী হিসাবে এটাই তাঁর দীর্ঘতম ভাষণ। গত বছর ৯৮ মিনিট ভাষণ দিয়েছিলেন তিনি। এবছর ১০৫ মিনিট ধরে একাধিক ইস্যুতে বক্তব্য রেখেছেন মোদি। ভাষণ শেষে অতিথিদের সঙ্গে দেখা করেন তিনি।
সকাল ৯ স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে মিশন সুদর্শন চক্রের ঘোষণা মোদির। দেশকে সুরক্ষা দেওয়ার, শত্রুদের আক্রমণ প্রতিহত পাশাপাশি শত্রুদের ধ্বংস করার ক্ষমতা থাকবে এই মিশনের। পুরোপুরিভাবে আত্মনির্ভরভাবে তথা দেশীয় প্রযুক্তিতে এই মিশন কাজ করবে, ঘোষণা প্রধানমন্ত্রীর।
সকাল ৮:৫৫ স্বাধীনতা দিবসের ভাষণে প্রকাশ্যে আরএসএসের ভূয়সী প্রশংসা মোদির। সাফ জানালেন, বিশ্বের সবচেয়ে বড় এনজিও হল আরএসএস। দেশ গঠনে, নাগরিক গঠনে আরএসএসের ভূমিকা অনস্বীকার্য। ১০০ বছর ধরে দেশের প্রতি সমর্পিত হয়ে কাজ করে চলেছে আরএসএস।
সকাল ৮:৫০ প্রত্যেক ভাষাকে সম্মান করা উচিত, লালকেল্লা থেকে ভাষণে বড় বার্তা প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসে মোদির বার্তা, "আমাদের বৈচিত্র্যকে উদযাপন করা উচিত। কারণ এই বৈচিত্র্যই আমাদের শক্তি।" দিনকয়েক আগেই বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেছিলেন বাংলা বলে কোনও ভাষা নেই। সেই বিতর্কের আবহেই তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধানমন্ত্রীর।
সকাল ৮:৪৫ কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে ভারত কোনওমতে আপস করবে না। শুল্কযুদ্ধের আবহে ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন মোদি। বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারতের খাদ্যপণ্য, ডেয়ারি এবং মাছের বাজার আমেরিকার জন্য পুরোপুরি খুলে দেওয়া হোক, দীর্ঘদিন ধরেই এই দাবি করে আসছে মার্কিন প্রশাসন। কিন্তু প্রথম থেকেই এই প্রস্তাবের বিরোধিতা করছে ভারত। লালকেল্লা থেকে আবারও সেকথা মনে করিয়ে দিলেন মোদি। তাঁর কথায়, ভারতের কৃষক, মৎস্যজীবী এবং পশুপালক সংক্রান্ত অহিতকারী নীতির বিরুদ্ধে মোদি দেওয়ালের মতো বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে।
সকাল ৮:৪০ সমুদ্র গর্ভে তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার খুঁজতে সমুদ্র মন্থনের ডাক প্রধানমন্ত্রীর। অন্যদিকে, বাজেটের ঘোষণা অনুযায়ী বিকশিত ভারত প্রকল্প কার্যকর করার ঘোষণা করলেন তিনি। এই প্রকল্প অনুযায়ী, বেসরকারি ক্ষেত্রে প্রথমবার চাকরি করতে যাওয়া তরুণদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।
সকাল ৮:৩৫ বিশ্ব বাজারে ভারতীয় পণ্যের প্রাচুর্য থাকবে, লালকেল্লা থেকে টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। 'দাম কম, দম বেশি' মন্ত্রে জোর দিয়ে ভারতীয় পণ্য উৎপাদনে জোর দেওয়ার বার্তা দিয়ে তিনি বললেন, স্বদেশি পণ্য ব্যবহারে ভারতবাসীর গর্ববোধ করা উচিত।
সকাল ৮:৩০ প্রকৃত অর্থে আত্মনির্ভর হতে গেলে শক্তিসম্পদের ক্ষেত্রে স্বাধীন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, বার্তা প্রধানমন্ত্রীর। গত ১১ বছরে সৌরবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ উৎপাদনে ব্যাপক উন্নতি হয়েছে বলে জানান তিনি। মোদির কথায়, পরমাণু শক্তির ক্ষেত্রেও ভারত আরও উন্নতি করছে। স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে পরমাণু শক্তি ১০ গুণ বাড়িয়ে তোলা হবে।
সকাল ৮:১৫ ভারতে ফাইটার জেট উৎপাদনের পরিমাণ বাড়ানো, মহাকাশে শুভাংশু শুক্লার সাফল্যের পর নিজস্ব স্পেস স্টেশন-নতুন ভারত গড়তে একঝাঁক পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী। চলতি বছরের শেষের দিকেই মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ পাবেন ভারতবাসী, লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রীর।
সকাল ৮ শুল্কযুদ্ধের আবহে আত্মনির্ভরতার জয়গান গাইলেন প্রধানমন্ত্রী। নাম না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিলেন। আমদানি নয়, রপ্তানির উপর জোর দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা থেকে খাদ্য, কৃষি থেকে প্রযুক্তি-সবক্ষেত্রেই আত্মনির্ভরতা বাড়ানোর পক্ষে বার্তা মোদির। আত্মনির্ভর ভারতের যুদ্ধাস্ত্রেই পাকিস্তানকে মাত দেওয়া গিয়েছে, সগর্বে জানালেন প্রধানমন্ত্রী।
সকাল ৭:৫০ সিন্ধু জলচুক্তি নিয়েও পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মোদি। পাকিস্তানের উদ্দেশে প্রধানমন্ত্রীর কড়া বার্তা, "রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। একতরফা সিন্ধু চুক্তি আমরা কোনওভাবেই সহ্য করব না।" "বর্তমানে সিন্ধু চুক্তির যে শর্ত রয়েছে, সেই শর্ত আমরা মানব না। কৃষকদের হীতের জন্য, দেশের হীতের জন্য আমরা এই সমঝোতা কোনওভাবেই মানা হবে না।"
সকাল ৭:৪৫ জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতেই অপারেশন সিঁদুরের জয়গান মোদির। হুঙ্কার দিয়ে তিনি বলেন, "শত্রুদের কল্পনার চেয়েও বেশি সাজা দিয়েছি। সেনা যা করে দেখিয়েছে তা পাকিস্তান বহুদিন মনে রাখবে। জঙ্গি এবং জঙ্গিদের মদতদাতাদের আলাদা করে দেখব না। পরমাণু যুদ্ধের হুমকি ভারত আর সহ্য করবে না।"
সকাল ৭:৩৫ স্বাধীনতা দিবসের ভাষণ শুরু প্রধানমন্ত্রীর। এই নিয়ে ১২ বার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবিধান নির্মাতাদের প্রণাম জানালেন প্রধানমন্ত্রী। বক্তৃতার শুরুতেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম উল্লেখ মোদির।
সকাল ৭:৩০ লালকেল্লায় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে ভারতীয় বায়ুসেনার বিশেষ ফ্লাইপাস্ট। আকাশের বুক চিরে উড়ল দু'টি এম আই ১৭ বিমান। একটি বিমানে ছিল জাতীয় পতাকা, অন্যটিতে অপারেশন সিঁদুরের লোগো।
সকাল ৭:২০ লালকেল্লায় পৌঁছলেন মোদি। তাঁকে স্বাগত জানালেন প্রতিরক্ষামন্ত্রী-সহ বাকিরা। প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দিল সেনা।
সকাল ৭:১৫ প্রথামাফিক রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী। তাঁর পরনে গেরুয়া পাগড়ি, গেরুয়া কোট। সঙ্গে সাদার উপর তেরঙ্গা বর্ডার দেওয়া উত্তরীয়।
সকাল ৭ স্বাধীনতা দিবস উদযাপনে শামিল দেশবাসী। শ্রীনগরের ঐতিহ্যবাহী লালচকের ঘণ্টা ঘরে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। স্বাধীনতা দিবসের বিশেষ সেলফি বুথে ছবি তুলে দিনটি স্মরণীয় করে রাখছেন।
সকাল ৬:৪৫ নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। স্বদেশি পণ্য় ব্যবহারের ডাক দিয়েছেন তিনি।
সকালে ৬:৩০ দেশবাসীকে স্বাধীনতা দিবসের বিশেষ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'সকলকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। এই বিশেষ দিনটি সকল দেশবাসীর মনে যেন নতুন উদ্যম এবং শক্তি নিয়ে আসে, সেই উদ্যমে বিকশিত ভারত গড়ার কাজে নতুন গতি মেলে, এই কামনা করি। জয় হিন্দ।'
সকাল ৬:১৫ ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আঁটসাট নিরাপত্তা গোটা দিল্লিজুড়ে। ৪০ হাজারের বেশি আধাসেনা মোতায়েন করা রয়েছে। জঙ্গি হামলার আশঙ্কায় রাখা হয়েছে বহুস্তরীয় নিরাপত্তা। বসানো হয়েছে অ্যান্টি ড্রোন সিস্টেম। গাড়ির নিম্নাংশও পরীক্ষা করে দেখা হবে।
সকাল ৬ অপারেশন সিঁদুর উদযাপনের কথা মাথায় রেখেই ৭৯তম স্বাধীনতা দিবসের সাজসজ্জার থিম রাখা হয়েছে। ফুলের সাজে ফুটিয়ে তোলা হয়েছে অপারেশন সিঁদুরের লোগো।
