সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পরে বন্ধ শ্রীনগর বিমানবন্দর। জানা গিয়েছে, বুধবার সারাদিনের জন্য পুরোপুরিভাবে বিমান পরিষেবা বন্ধ থাকবে জম্মু-কাশ্মীরের রাজধানীর বিমানবন্দরে। যাত্রীবাহী বিমান ওঠানামা করবে না। তবে অপারেশন সিঁদুরের পর আরও বেশ কয়েকটি বিমানবন্দর এড়িয়ে চলছে একাধিক উড়ান সংস্থা। লেহ, ধর্মশালা, অমৃতসরের মতো একাধিক বিমানবন্দর রয়েছে সেই তালিকায়।
পহেলগাঁও হামলার পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ভারত। পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়েছে। এরই মাঝে মঙ্গলবার পহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর ভারতীয় সেনার। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। জানা গিয়েছে, বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই হামলার পরেই আকাশপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে শ্রীনগর। জানা গিয়েছে, শ্রীনগর বিমানবন্দরে যাত্রীবাহী উড়ান ওঠানামা বন্ধ। আপাতত বিমানবন্দরের দখল নিয়েছে ভারতীয় বায়ুসেনা। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে আকাশপথের সুরক্ষা-শ্রীনগর বিমানবন্দরের সমস্ত দায়িত্বই নিয়েছে বায়ুসেনা। কবে স্বাভাবিক হবে শ্রীনগরের পরিষেবা, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
এহেন পরিস্থিতিতে উত্তর ভারতের একাধিক বিমানবন্দরে পরিষেবা বন্ধ রেখেছে স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর মতো উড়ান সংস্থাগুলি। পশ্চিম ভারতের সীমান্তের কাছাকাছি একাধিক বিমানবন্দরেও উড়ান পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উড়ান সংস্থাগুলি। জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড়, ধর্মশালা, বিকানের, যোধপুর, গোয়ালিয়রের মতো বিমানবন্দরগুলি। বেশ কিছু বিমান ঘুরিয়েও দেওয়া হয়েছে।
