shono
Advertisement

বিশ্ব অর্থনীতিতে দ্রুত উপরে উঠে শক্তিশালী হচ্ছে ভারত

ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের তৈরি করা গ্লোবাল কমপিটিটিভনেস ইনডেক্সে ৩৯তম স্থান পেল ভারত৷ The post বিশ্ব অর্থনীতিতে দ্রুত উপরে উঠে শক্তিশালী হচ্ছে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 06:33 PM Sep 28, 2016Updated: 01:03 PM Sep 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব অর্থনীতিতে ভারতের ক্রমশ শক্তিশালী হয়ে ওঠার স্বীকৃতি মিলল৷  ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের তৈরি করা গ্লোবাল কমপিটিটিভনেস ইনডেক্সে ৩৯তম স্থান পেল ভারত৷

Advertisement

১৩৮টি দেশের মধ্যে সমীক্ষা করে তৈরি এই তালিকা৷ সেখানে ২০১৫-১৬ আর্থিক বর্ষে ভারত ছিল ৫৫তম স্থানে৷ এবার চলতি আর্থিক বর্ষে ১৬ ধাপ এগিয়ে অর্থনীতিতে আরও শক্তিশালী হয়ে ওঠার পরিচয় দিল ভারত৷ এই তালিকায় এবারও শীর্ষে আছে সুইজারল্যান্ড৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে সিঙ্গাপুর ও আমেরিকা৷ ইনডেক্স অনুযায়ী সুইজারল্যান্ডের পয়েন্ট ৫.৮১, সেখানে ভারতের সংগ্রহ ৪.৫২৷

মোট ১২টি বিষয়ে পর্যালোচনার ভিত্তিতে এই ইনডেক্স তৈরি করা হয়৷ সেই অনুযায়ী প্রকাশিত রিপোর্টে ভারতের অর্থনীতিকে স্থিতিশীল বলে উল্লেখ করা হয়েছে৷ পেট্রোপণ্যের দাম কমানো থেকে পণ্য বাজারে ভারতের অগ্রগতির প্রশংসা করা হয়েছে৷ তবে পরিকাঠামো, শ্রমিক ইত্যাদি ক্ষেত্রে এখনও যে কিছু প্রতিবন্ধকতা থেকে গিয়েছে, তাও উল্লেখ করা হয়েছে৷ বিশ্ব অর্থনীতির নির্ণায়ক শক্তিদের মধ্যে অন্যতম হয়ে উঠতে ভারতকে আরও অনেকটা পথ যেতে হবে বলেই জানানো হয়েছে ওই রিপোর্টে৷

সেই সঙ্গে BRICS–এর অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে অর্থনীতিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত৷ ফলত চিনের মতো শক্তিশালী দেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক অবস্থানে খুব বেশি ফারাক থাকছে না৷ সব মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে ভারত যে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে তা আরও একবার প্রমাণিত হল৷

The post বিশ্ব অর্থনীতিতে দ্রুত উপরে উঠে শক্তিশালী হচ্ছে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement