shono
Advertisement
PM Narendra Modi

‘বিশ্ব অর্থনীতিতে চারে ভারত, আপনারা কোথায়?’, গুজরাটের জনসভা থেকে পাকিস্তানকে খোঁচা মোদির

আর কী বললেন মোদি?
Published By: Subhodeep MullickPosted: 08:15 PM May 26, 2025Updated: 08:15 PM May 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সন্ত্রাসবাদের রোগ একমাত্র সেদেশের জনগণই সারাতে পারে। বিশ্ব অর্থনীতিতে এখন চার নম্বরে ভারত। আপনারা কোথায়? সোমবার গুজরাটের ভুজের জনসভা থেকে ঠিক এভাবেই ইসলামাবাদকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

তিনি বলেন, “পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে একমাত্র সেদেশের নাগরিকই মুক্ত করতে পারে। তাদের এগিয়ে আসা উচিত। তরুণদের সামনে আসা উচিত। আপনারা শান্তিপূর্ণ জীবনযাপন করুন।” এর আগে ঠিক একই ভাষায় পাকিস্তানকে কটাক্ষ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, “পাকিস্তান সন্ত্রাসবাদের ব্যবসা করে। সেদেশের মাটি থেকেই সন্ত্রাসী সংগঠনগুলি কার্যক্রম চালায়। এটি জলের মতো পরিষ্কার।” এদিন মোদির গলাতেও ঠিক একই সুর শোনা গেল। প্রসঙ্গত, সোমবার গুজরাটের দাহদেও একটি জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, "যদি কেউ আমাদের বোনদের সিঁদুর মুছে ফেলার সাহস করে, তাহলে তাদের শেষ নিশ্চিত। অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক অভিযান নয়। এটি আমাদের ভারতীয় মূল্যবোধ এবং গভীর আবেগের প্রতিফলন।"

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর প্রথম গুজরাটে গেলেন মোদি। দু’দিনের সফরে সোমবার সকালে ভদোদরায় একটি রোড শো করেন প্রধানমন্ত্রী। এদিনের রোড শো’য়ে জাতীয় পতাকা হাতে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পুষ্পবৃষ্টির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রীকে। ওঠে ‘জয় হো’ রব। সাধারণ মানুষের ভিড়ের মধ্যেই ছিলেন অপারশেন সিঁদুরের অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরেশির পরিবার। তাদের সঙ্গেও দেখা করেন মোদি। এদিন তেরঙ্গা হাতে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের সন্ত্রাসবাদের রোগ একমাত্র সেদেশের জনগণই সারাতে পারে।
  • বিশ্ব অর্থনীতিতে এখন চার নম্বরে ভারত। আপনারা কোথায়?
  • গুজরাটে ভুজের জনসভা থেকে ঠিক এভাবেই ইসলামাবাদকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement