shono
Advertisement
India

আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান, ফের সংঘাতের আশঙ্কা?

দুই দেশের আকাশসীমায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই সংঘাতের সূত্রপাত পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে।
Published By: Subhodeep MullickPosted: 08:27 AM Jun 24, 2025Updated: 08:40 AM Jun 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের জন্য ভারতের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়ল। সোমবার নয়াদিল্লির তরফ থেকে নতুন ‘নোটাম’ জারি করে জানানো হয়েছে, আগামী ২৪ জুলাই পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তানের কোনও যাত্রীবাহী বা সামরিক বিমান। একই পথে হেঁটেছে ইসলামাবাদও। তারাও নতুন ‘নোটাম’ জারি করে ভারতের সমস্ত বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। আগামী ২৪ জুলাই পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।

Advertisement

দুই দেশের আকাশসীমায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই সংঘাতের সূত্রপাত পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে। পহেলগাঁওয়ে হামলার পর ২৩ এপ্রিল ভারতের জন্য পাক আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। এর পালটা পদক্ষেপ করে ভারতও। এরপর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ও সংঘর্ষবিরতি ঘটলেও আকাশসীমায় নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি।

সোমবার ফের এক মাসের জন্য ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে পাকিস্তান। এর পালটা দেয় ভারতও। কেন্দ্রের তরফে জারি করা হয় ‘নোটাম’। যেখানে পাকিস্তানের যাত্রীবাহী ও সামরিক বিমানতো বটেই পাকিস্তান ভাড়া নিয়েছে এমন বিমান ও অপারেটরদের জন্যও লাগু থাকবে এই নিষেধাজ্ঞা। দেশের নিরাপত্তাকে প্রাধান্য দিয়েই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের জন্য ভারতের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়ল।
  • সোমবার নয়াদিল্লির তরফ থেকে নতুন ‘নোটাম’ জারি করে জানানো হয়েছে, আগামী ২৪ জুলাই পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তানের কোনও যাত্রীবাহী বা সামরিক বিমান।
  • একই পথে হেঁটেছে ইসলামাবাদও।
Advertisement