shono
Advertisement

COVID-19: দেশজুড়ে করোনার দৈনিক পজিটিভিটি রেট ০.৬৪ শতাংশ, বাংলায় নিয়ন্ত্রণে সংক্রমণ

এখনও খানিকটা চিন্তায় রাখছে মহারাষ্ট্রের পরিস্থিতি।
Posted: 09:57 AM May 31, 2022Updated: 10:00 AM May 31, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বছরেরও বেশি সময় অতিক্রান্ত। এখনও বিদায় নেয়নি করোনা ভাইরাস। তাই বর্তমানে ভারতে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও প্রত্যেককে সতর্ক থাকারই পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। দেশের কোভিড গ্রাফ সার্বিক ভাবে উদ্বেগজনক না হলেও এখনও খানিকটা চিন্তায় রাখছে মহারাষ্ট্রের পরিস্থিতি।

Advertisement

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২,৩৩৮ জন। যা গতকালের তুলনায় সামান্য কম। দেশের দৈনিক পজিটিভিটি রেট ০.৬৪ শতাংশ। গত কয়েকদিন ধরে রাজধানী দিল্লির ছবিটা চিন্তা ধরালেও গত ২৪ ঘণ্টায় তুলনামূলক কম সংক্রমণ। একদিনে আক্রান্ত ২১২ জন। তবে মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন ৪৩১ জন। যার মধ্যে শুধু মুম্বইতেই সংক্রমিতের সংখ্যা তিনশো পার। বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২৭ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৬৩০।

[আরও পড়ুন: নভেম্বরে হত বিয়ে, তার আগেই দু’ডজনেরও বেশি গুলি ঝাঁজরা করে দিল সিধুর শরীর]

গত ২৪ ঘণ্টায় খানিকটা বাড়ল সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৮৮৩। যার মধ্যে বাংলায় করোনার অ্যাকটিভ কেস ৩৩৬। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.০৪ শতাংশ। তবে হাসপাতালে ভরতির পরিমাণ আগের তুলনায় অনেকটাই কম।

স্বস্তিজনক সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ১৫ হাজার ৫৭৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২,১৩৪ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৩ কোটি ৪৫ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৩ লক্ষের বেশি। জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজেও। বিধিনিষেধ উঠে গেলেও কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৬৩ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement