shono
Advertisement

Breaking News

‘সাম্প্রদায়িক মানসিকতা’, রামনবমীতে ‘মুসলিমদের উপরে হামলা’নিয়ে ইসলামিক সংগঠনকে জবাব ভারতের

এর পিছনে ভারত-বিরোধী শক্তির হাত দেখছে বিদেশ মন্ত্রক।
Posted: 01:24 PM Apr 05, 2023Updated: 01:24 PM Apr 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমীর (Ram Navami) দিন ‘বাংলা-সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে মুসলিমদের উপরে হামলার ঘটনায়’ তারা উদ্বিগ্ন বলে জানিয়েছিল ওআইসি তথা আন্তর্জাতিক ইসলামিক সংস্থা। এবার তাদের এমন দাবির নিন্দা করল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে পরিষ্কার জানানো হল, এই ধরনের মন্তব্য থেকে সংগঠনটির সাম্প্রদায়িক মনোভাব ও ভারত-বিরোধী এজেন্ডাকে বুঝে নেওয়া যায়।

Advertisement

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, ”ভারত-বিরোধী শক্তির দ্বারা চালিত হয়ে ওআইসি কেবলই নিজেদের ভাবমূর্তির ক্ষতি করে চলেছে।” এর আগে ওআইসির তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছিল। সেখানে ‘ভারতে যেভাবে রামনবমীর শোভাযাত্রায় হিংসা ছড়ানো হয়েছে ও গুন্ডামি করা হয়েছে মুসলিমদের লক্ষ্য করে’ তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এরপরই তাদের পালটা দিল ভারত।

[আরও পড়ুন: সময় দেননি কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের পাওনার দাবিতে দিল্লিতে ধরনায় অভিষেক-সহ TMC সাংসদরা

উল্লেখ্য, OIC ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত একটি সংগঠন। এর ৫৭টি সদস্য দেশের মধ্যে ৪৯টিই মুসলিম প্রধান দেশ। সাম্প্রতিক মন্তব্যের পর কেবল অরিন্দম বাগচীই নয়, জেনেভায় ভারতের সংসদীয় মিশনের প্রথম সম্পাদক সীমা পুজানিও ওআইসিকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ”পাকিস্তান সংগঠনটিকে হাইজ্যাক করে মঞ্চটির অপব্যবহার করে সেটাকে ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর কাজে লাগাচ্ছে।” সেই সঙ্গে কাশ্মীর সমস্যা নিয়ে তিনি বলেন, ”সত্য়িটা হল, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, এই দুই কেন্দ্রশাসিত অঞ্চল চিরকালই ভারতের অংশ এবং চিরকালই থাকবে। পাকিস্তান বেআইনি অনুপ্রবেশ ঘটিয়েছে সেখানে।”

[আরও পড়ুন: মুখ পুড়ল মোদি সরকারের, মালয়ালম নিউজ চ্যানেলের উপর নিষেধাজ্ঞা বাতিল সুপ্রিম কোর্টে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement