সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে তৈরি অস্ত্র দিয়েই ভবিষ্যতের যুদ্ধগুলি জিতবে ভারত। শুক্রবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তাঁর পাশাপাশি এই বিষয়ে ডিআরডিও (DRDO)’র বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
ভারতে তৈরি অস্ত্রের ভূয়সী প্রশংসা করে বিপিন রাওয়াত (Bipin Rawat) বলেন, ‘বর্তমানে এমন একটা সময় চলছে যখন আমাদের দেশের বেসরকারি কোম্পানিগুলিও অনুপ্রাণিত হয়েছে। তাদের সমর্থন করার দরকার রয়েছে। তাহলেই ভবিষ্যতের যুদ্ধগুলি দেশীয় অস্ত্র (indigenous weapon) দিয়েই জিতবে ভারত।’
[আরও পড়ুন: কৈলাস-মুকুল-অর্জুনের বিরুদ্ধে এখনই করা যাবে না কঠোর পদক্ষেপ, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের ]
অন্যদিকে মিলিটারি লেকচার ফেস্টিভ্যাল-২০২০ (Military Literature Festival-2020), নামে একটি ভারচুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে ডিআরডিওর বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এই সংস্থার প্রধান জি সতীশ রেড্ডির নেতৃত্বে বিজ্ঞানীরা ভারতীয় নিরাপত্তারক্ষীদের জন্য উন্নত মানের অস্ত্র বানিয়েছেন বলেও উল্লেখ করেন। পরিবর্তিত সময়ে যেভাবে হুমকি ও যুদ্ধ করার ধরন বদলাচ্ছে তাতে অনেক ধরণের নিরাপত্তাজনিত বিষয় ভারতের সামনে আসবে বলেও দাবি করেন প্রতিরক্ষা মন্ত্রী।
শুক্রবারের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা নিয়ে তিনি আরও বলেন, ‘আমি দেখেছি এই ধরনের অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ। কারণ নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ভারতকে একটি সুপার পাওয়ার বানাতে চাইছে। আর সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিজ্ঞানীরা। তবে আমি চাই দেশের সাধারণ মানুষও সেনা সংক্রান্ত বইপত্র পড়ে এই সম্পর্কে জ্ঞান অর্জন করুন।’