shono
Advertisement

Breaking News

১৩ যাত্রী-সহ চিন সীমান্তে নিখোঁজ বায়ুসেনার বিমান, তুঙ্গে উত্তেজনা

অসম থেকে অরুণাচলের উদ্দেশ্যে যাচ্ছিল বায়ুসেনার রুশ নির্মিত আন্তনভ বিমানটি৷ The post ১৩ যাত্রী-সহ চিন সীমান্তে নিখোঁজ বায়ুসেনার বিমান, তুঙ্গে উত্তেজনা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:17 PM Jun 03, 2019Updated: 08:49 AM Aug 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিখোঁজ ভারতীয় বায়ুসেনার পণ্যবাহী বিমান এএন-৩২৷ সূত্রের খবর, সোমবার দুপুর ১টা নাগাদ চিন সীমান্তের কাছে নিখোঁজ হয়ে যায় বায়ুসেনার এই আন্তনভ বিমানটি৷ তখন বিমানটিতে ছিলেন আটজন কর্মী ও পাঁচজন যাত্রী-সহ মোট ১৩ জন৷ ইতিমধ্যে বিমানটির খোঁজ শুরু করেছেন বায়ুসেনার আধিকারিকরা৷

Advertisement

[ আরও পড়ুন: দোভালেই ভরসা রাখলেন প্রধানমন্ত্রী, মেয়াদবৃদ্ধি ভারতের ‘জেমস বন্ডে’র ]

জানা গিয়েছে, অসমের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের মেচুকা ভ্যালির অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বায়ুসেনার এই আন্তনভ বিমানটি৷ কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ এবং তারপর থেকে এখনও পর্যন্ত বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি বলেই বায়ুসেনা সূত্রে খবর৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বিমানটির খোঁজে সুখোই-৩০ যুদ্ধবিমান ও সি-১৩০ যুদ্ধবিমানকে কাজে নামিয়েছে বায়ুসেনা৷ অনেকের আশঙ্কা কোনও ভাবে সীমান্ত অতিক্রম করে চিনে ঢুকে গিয়েছে বায়ুসেনার পণ্যবাহী এই বিমানটি৷

[ আরও পড়ুন: সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম ২ জঙ্গি ]

উল্লেখ্য, ২০১৬-র জুলাই মাসে একই ভাবে নিখোঁজ হয়ে যায় বায়ুসেনার পণ্যবাহী বিমান এএন-৩২৷ সেবার চেন্নাই থেকে আন্দামানের উদ্দেশ্যে যাওয়ার পথে বঙ্গোপসাগরের উপর নিখোঁজ হয়ে যায় বিমানটি৷ কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেটির৷ যাতে সওয়ার ছিলেন সর্বমোট ২৯ জন যাত্রী৷ বঙ্গোপসাগরে বিমানটির খোঁজে নামে সেনা৷ কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত খোঁজ চালিয়েও বিমানটির কোনও চিহ্ন পাওয়া যায়নি৷ ফলে খোঁজ বন্ধ করে দেয় সেনা৷ অনুমান, বঙ্গোপসাগরে ধ্বংস হয়েছে বিমানটি৷ এবং মৃত্যু হয়েছে ২৯ জন যাত্রীর৷

The post ১৩ যাত্রী-সহ চিন সীমান্তে নিখোঁজ বায়ুসেনার বিমান, তুঙ্গে উত্তেজনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement