shono
Advertisement

ফিদায়েঁ হামলা রুখে উরিতে পাঁচ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা

সেনাবাহিনীর মুকুটে নয়া পালক, সাফল্যের মুখ দেখল 'অপারেশন উরি'৷ The post ফিদায়েঁ হামলা রুখে উরিতে পাঁচ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:26 PM Jun 11, 2017Updated: 03:56 PM Jun 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিদায়েঁ হামলার ছক বানচাল করে অন্তত পাঁচ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা৷ পাশাপাশি গত তিনদিনে এই নিয়ে অন্তত পাঁচবার বড় নাশকতা রুখে দিল সশস্ত্র বাহিনী৷ রবিবার এক সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন ব্রিগেডিয়ার ওয়াই এস আহলাওয়াত৷

Advertisement

[সাবমেরিন নির্মাণে ৬০ হাজার কোটি টাকার চুক্তিতে সবুজ সঙ্কেত কেন্দ্রের]

তিনি বলেন, “উরি সেক্টরে জঙ্গিদের সঙ্গে তীব্র গুলির লড়াই চলছে সেনাবাহিনীর৷ জঙ্গিদের লক্ষ্য ছিল নিয়ন্ত্রণরেখার কাছে ভারতের গুরুত্বপূর্ণ সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানো৷ কিন্তু সেনার তৎপরতায় নাশকতা এড়ানো গিয়েছে৷ এখনও পর্যন্ত পাঁচ জঙ্গি মারা পড়েছে৷ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র৷” আরও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে কি না জানতে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান৷

ব্রিগেডিয়ার আহলাওয়াত আরও জানিয়েছেন, সেনাবাহিনীর তল্লাশি অভিযানের সময় পাঁচটি একে-৪৭, প্রচুর বিস্ফোরক, সামরিক পোশাক, শুকনো খাবার ও পাকিস্তানে তৈরি আইইডি উদ্ধার হয়েছে৷ রমজান মাসে জঙ্গিরা যাতে উপত্যকায় কোনওভাবেই অনুপ্রবেশ না করতে পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে সেনা৷ জম্মু ও কাশ্মীরে শান্তি-শৃঙ্খলা অটুট রাখা ও সাধারণ মানুষের প্রাণ রক্ষা করার দায়িত্ব সেনা যথাযথভাবে পালন করছে বলেও এদিন বাহিনীর তরফে জানানো হয়েছে৷

রবিবার দিনভর নিয়ন্ত্রণরেখার কাছে একের পর এক এলাকায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা৷ জম্মু ও কাশ্মীরের রামগড়ে এদিন সকালে প্রায় ৪৫ মিনিট গুলিবর্ষণ করে পাক রেঞ্জার্স৷ পাল্টা জবাব দেয় ভারতও৷ এর আগে সকালে ৯.৪৫ মিনিট নাগাদ রাজৌরি জেলার ভীমবার গলি সেক্টরেও গুলি ছোড়ে পাক সেনা৷ পুঞ্চ জেলায় শনিবার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে ভারতীয় সেনাকে লক্ষ্য করে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি ও মর্টার বর্ষণ করতে থাকে পাক সেনা৷

[নিয়ন্ত্রণরেখার কাছে সেনার গুলিতে ঝাঁজরা ১৩ অনুপ্রবেশকারী জঙ্গি]

The post ফিদায়েঁ হামলা রুখে উরিতে পাঁচ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement