shono
Advertisement

শুধু নিরাপদ নয়, কাশ্মীরকে শিক্ষিতও করছেন জওয়ানরা

উপত্যকার কিশোর-কিশোরীরা যাতে ভুল পথে চলে না যায়, তার জন্য ভারতীয় সেনাবাহিনী এক নয়া উদ্যোগ নিয়েছে৷ The post শুধু নিরাপদ নয়, কাশ্মীরকে শিক্ষিতও করছেন জওয়ানরা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:26 AM Oct 24, 2016Updated: 07:19 PM Jun 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূস্বর্গ কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না৷ আর এই দ্বন্দ্বের মধ্যে সবথেকে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে স্থানীয় কিশোর-কিশোরীদের৷ যখন তখন পেলেট গানের আতঙ্ক, লঙ্কার গুঁড়োর ঝাঁঝ, ইট-পাল্টা ইটের ভয়ে আতঙ্কে সিঁটকে থাকছে কাশ্মীরের অধিকাংশ পড়ুয়া৷

Advertisement

কারফিউ কখন উঠছে, আবার কখন লাগু হবে- সে সবের হিসাব রাখতে পারে না কৈশোর! তাই স্কুলে যাওয়াও হয়ে ওঠে না নিয়ম করে৷ অথচ সামনেই বার্ষিক পরীক্ষা৷ প্রিয় স্কুলের দখল কখনও নেয় জঙ্গিরা, আবার কখনও সেনাবাহিনী৷ অগত্যা, উপত্যকার অধিকাংশ কিশোর-কিশোরীর ঠিকানা বাড়ির চার দেওয়াল৷ কিন্তু এভাবে তো দিনের পর দিন চলতে পারে না!

এখন কী উপায়? অশান্ত কাশ্মীরে কে দায়িত্ব নেবে এই নিষ্পাপ ছেলেমেয়েদের পড়াশোনার৷ কাশ্মীরকে নিরাপদ রাখার পাশাপাশি এই কাজেও এগিয়ে এসেছেন দেশের জওয়ানরা৷ উপত্যকার কিশোর-কিশোরীরা যাতে ভুল পথে চলে না যায়, তার জন্য ভারতীয় সেনাবাহিনী এক নয়া উদ্যোগ নিয়েছে৷ তাঁরা কাশ্মীরি কিশোর-কিশোরীদের জন্য বিশেষ কেরিয়ার কাউন্সেলিং শুরু করেছে৷ সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির ছেলেমেয়েদের নিয়ম করে ক্লাস নিচ্ছেন উচ্চশিক্ষিত ও বিশেষভাবে প্রশিক্ষিত সেনা জওয়ানরা৷ পড়ানোর সময় ছেলেমেয়েদের বোঝানো হচ্ছে, যার যে বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে, সেদিকেই যেন তারা বেশি করে মনোনিবেশ করে৷ সেই পথেই মিলবে সাফল্য৷ যৌবনের কোঠায় পা রাখার আগে তাদের শেখানো হচ্ছে, দায়িত্ব কাকে বলে, কী করলে সুস্থ-সবল থাকা যাবে৷ শেখানো হচ্ছে, একজন দায়িত্ববান নাগরিকের দেশের প্রতি কী করণীয়!

The post শুধু নিরাপদ নয়, কাশ্মীরকে শিক্ষিতও করছেন জওয়ানরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement