shono
Advertisement

বিশ্বের কঠিনতম মহড়ায় সোনা জিতল ভারতীয় সেনা

সেনার গোর্খা রাইফেলস এই পুরস্কার জিতেছে৷ The post বিশ্বের কঠিনতম মহড়ায় সোনা জিতল ভারতীয় সেনা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:28 AM Oct 23, 2016Updated: 07:01 PM Oct 22, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশ সেনাবাহিনী আয়োজিত বিশ্বের কঠিনতম ক্যামব্রিয়ান পেট্রোল মহড়ায় সোনা জিতল ভারতীয় সেনা৷ সেনার গোর্খা রাইফেলস-এর সেকেন্ড ব্যাটেলিয়ন এই পুরস্কার জিতেছে৷

Advertisement

ওয়েলস-এ ব্রিটিশ সেনাবাহিনীর এক অনুষ্ঠানে ভারতীয় জওয়ানদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ সেই ভিডিও পোস্ট করা হয়েছে ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার অ্যাকাউন্টে৷ যেখানে দেখা যাচ্ছে, গোর্খা রাইফেলস-এর সেকেন্ড ব্যাটেলিয়ানের ৮ সদস্যের হাতে সোনার মেডেল তুলে দেওয়া হচ্ছে৷

কী এই ক্যামব্রিয়ান পেট্রোল? ব্রিটিশ সেনাবাহিনী আয়োজিত কঠিনতম একটি সেনা মহড়া এই পেট্রোল৷ আধুনিক যুগের যে কোনও সেনাবাহিনীর কাছে এই পেট্রোল সবচেয়ে কঠিন একটি পরীক্ষা৷ ওয়েলস-এ ক্যামব্রিয়ান পর্বতমালার মধ্যে সাপের মতো প্রায় ৫৫ কিলোমিটার রাস্তায় এই পেট্রোলিং চলে৷ চপার ড্রিল, রেডিও কমিউনিকেশন-এর মতো কঠিন দায়িত্ব কতটা দক্ষতার সঙ্গে সামলাচ্ছে সেনাবাহিনী-সেটাই খতিয়ে দেখা হয় এই মহড়ায়৷ তবে একে ঠিক সাধারণ প্রতিযোগিতা বলা যায় না৷ এই মহড়ায় সোনা জিততে দরকার হয় অন্তত ৭৫ শতাংশ নম্বর৷ আন্তর্জাতিক মানের এই মহড়ায় সোনা জিতে ভারতীয় সেনা প্রমাণ ফের দিল, তাঁরা কতটা অপ্রতিরোধ্য৷

দেখুন সেই ভিডিও:

Congratulations to 2nd Btn 8 Gorkha Rifles on their gold medal at #CambrianPatrol. Consistently superb. @adgpi @timesofindia @BritishArmy pic.twitter.com/E817CHZE6H

— Army Wales (@Army_Wales) October 21, 2016

The post বিশ্বের কঠিনতম মহড়ায় সোনা জিতল ভারতীয় সেনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement