shono
Advertisement
Indian Railways

ওয়েটিং টিকিটে সফরে বড় জরিমানা, ফের রেলের নির্দেশ

কবে থেকে কার্যকর হবে এই নির্দেশ?
Published By: Anwesha AdhikaryPosted: 01:08 PM May 02, 2025Updated: 01:08 PM May 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও আপৎকালীন প্রয়োজনে ট্রেনে সফরের জন্য অনেকেই রিজার্ভেশন না পেলে টিকিট কেটে ট্রেনে উঠে পড়েন। ভরসা থাকে হাতের ওয়েটিং লিস্টের টিকিটটি। যা দেখিয়ে চেকারকে বাড়তি টাকা দিয়ে অনেকেই 'ম্যানেজ' করতে চান। কিন্তু ১ মে থেকেই সেই ভাবনাকে ডাস্টবিনেই ফেলে আসতে হবে। কারণ এবার থেকে ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ট্রেনে উঠলে ঘাড় ধরে নামিয়ে দেবে চেকার। সে আপনি যে মুলুকেই থাকুন না কেন। ১ মে থেকেই ভারতের দূরপাল্লার ট্রেনগুলিতে লাগু হল নতুন নিয়ম।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরায় উঠতে পারবেন না অপেক্ষমান যাত্রীরা। তাঁদের চড়তে হবে অসংরক্ষিত বা জেনারেল কামরাতেই। এই নিয়ম অনেক আগেই কার্যকর করার কথা শোনা গিয়েছিল। তবে আবার নতুন করে এই নির্দেশের কারণ যাঁরা অনলাইনে টিকিট কাটতেন, তাঁদের টিকিট ট্রেনের চূড়ান্ত সংরক্ষিত তালিকা তৈরির পরও যদি ওয়েটিং লিস্টে থাকত তখন সেই টিকিট নিজে থেকেই বাতিল হয়ে যেত।

এই পদ্ধতিতে অনলাইনে অপেক্ষমান যাত্রীদের সংরক্ষিত কামরা থেকে দূরে সরিয়ে রাখার ব্যবস্থা থাকলেও যাঁরা কাউন্টার থেকে টিকিট কাটতেন তাঁদের আটকানোর জন্য আলাদা করে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি রেলওয়ে। এবার সেই যাত্রীদের আটকাতেই এই ঘোষণা রেলের তরফে। ওয়েটিংয়ে থেকে স্লিপার বা এসি কামরায় উঠলে বড় অঙ্কের জরিমানা হতে পারে। কোনও অপেক্ষমান যাত্রী রেলের সংরক্ষিত স্লিপার কিংবা এসি কামরায় উঠলে তাঁকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে যথাক্রমে ২৫০ টাকা কিংবা ৪৪০ টাকা, সঙ্গে সেই কামরার আসন প্রতি ভাড়াও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরায় উঠতে পারবেন না অপেক্ষমান যাত্রীরা।
  • যাঁরা অনলাইনে টিকিট কাটতেন, তাঁদের টিকিট ট্রেনের চূড়ান্ত সংরক্ষিত তালিকা তৈরির পরও যদি ওয়েটিং লিস্টে থাকত তখন সেই টিকিট নিজে থেকেই বাতিল হয়ে যেত।
  • অপেক্ষমান যাত্রী রেলের সংরক্ষিত স্লিপার কিংবা এসি কামরায় উঠলে তাঁকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে
Advertisement