সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে ট্রেনের নিশ্চিত আসনের তালিকা প্রকাশ করা হবে। বিষয়টির বাস্তবায়নে কাজ করছে ভারতীয় রেল। বর্তমানে ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে অপেক্ষমাণ (ওয়াটিং) টিকিট নিশ্চিত (কনফার্মড) হয়ে থাকে। যাত্রী স্বার্থে সেই পদ্ধতিরই পরিবর্তন হতে চলেছে।
দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা নিয়ে অনেকেই বিপদে পড়েন। বর্তমান দু’মাস আগে থেকেই সংরক্ষিত টিকিট কাটা যায়। সমস্যা হল অনেক ক্ষেত্রেই বুকিং শুরুর কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই টিকিট ফুরিয়ে যায়। এরপরেই লম্বা হতে থাকে ‘ওয়েটিং লিস্ট’-এর তালিকা। সবচেয়ে বড় কথা, সেই টিকিট কনফার্ম হবে কি না তা নিয়ে শংসয় দূর হয় না ট্রেন ছাড়ার চার আগে পর্যন্ত। সূত্রের খবর, সেই সমস্যা দূর করতেই কাজে নেমেছে ভারতীয় রেল। সব ঠিক থাকলে এবার থেকে ২৪ ঘণ্টা আগেই টিকিট নিশ্চিতকরণ তালিকা প্রকাশ করবে রেল।
বলা বাহুল্য, এর ফলে সুবিধা হবে যাত্রীদের। টিকিট নিশ্চিত না হলেও বিকল্প ব্যবস্থা করার সময় পাবেন যাত্রীরা। যা চার ঘণ্টা আগে যা সম্ভব ছিল না। রেল সূত্রে খবর, বর্তমানে রাজস্থানের বিকেনের বিভাগে পরীক্ষামূলক ভাবে নতুন পদ্ধতি চালু হয়েছে। পরবর্তীকালে দেশজুড়ে এই পদ্ধতি চালু করার ভাবনা রয়েছে কর্তৃপক্ষের।
এছাড়াও তৎকাল টিকিট বুকিং নিয়ে যাত্রীদের অভিযোগে কড়া পদক্ষেপ করল ভারতীয় রেল। ১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম। রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার ই-অথেনটিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ আধার নম্বর ছাড়া আর তৎকাল টিকিট বুকিং করা যাবে না। নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য টিকিট বুকিং প্রক্রিয়াকে স্বচ্ছ ও জটমুক্ত করা। ইদানীং এজেন্ট ও এআই-এর মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত তৎকাল টিকিট উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। রেলের আশা, এই নিয়ম চালু হলে সাধারণ যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন।
