সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫-২৬ অর্থবর্ষে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকাঠামো হিসাবে বিশ্বের মানচিত্রে জায়গা করে নেবে এবং বিশ্বের দ্রুততম অর্থনীতি হিসাবেও আর্থিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশে নিয়ে যেতে সক্ষম হবে। এমনটাই মনে করছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার।
ভারতের জিডিপি বৃদ্ধির হার এবং লগ্নির পরিস্থিতি দেখেই এই ভবিষ্যদ্বাণী করেছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার। আইএমএফের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ভারতের অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুবই মজবুত ও স্থিতিশীল জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যে কোনও রকম পরিস্থিতি ও চ্যালেঞ্জের মোকাবিলা করার মতো মজবুত জায়গাতেও রয়েছে তারা। ২০২৪-'২৫ এবং ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ৬.৫ শতাংশে থাকবেই, এমনই মনে করা হচ্ছে। ভারতে যে ধরনের উচ্চমানের কাজের ক্ষেত্র নিয়মিত উন্মুক্ত হচ্ছে, তাতে অর্থের হাতবদলও হবে বড় মাত্রায়। তাতেই আর্থিক বৃদ্ধির পরিমাণ অনেকটাই বাড়বে বলে আশাবাদী আইএমএফ। বেসরকারি ক্ষেত্রে লগ্নির পরিমাণ বৃদ্ধি এবং বিদেশি লগ্নির পরিমাণও ভারতে নিত্য বৃদ্ধি পাচ্ছে, যা অর্থনীতির জন্য খুবই আশার কথা বলে মনে করছে অর্থভাণ্ডার।
উল্লেখ্য, গত অর্থবর্ষেও ভারতের জিডিপির পূর্বাভাষ দিয়েছিল আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)। সেখানে দাবি করা হয়েছিল, গত অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার বেড়ে ৬.৮ শতাংশ হতে পারে। পরে তা আরও বাড়িয়ে আইএমএফ জানায় বৃদ্ধির হাত ৭ শতাংশ ছুঁতে পারে। যদিও বাস্তবে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৫ শতাংশ।
