shono
Advertisement
Srinagar

জঙ্গি হামলার পর কাশ্মীর থেকে ফিরতে মরিয়া পর্যটকরা, শ্রীনগর থেকে চালানো হবে অতিরিক্ত বিমান

পহেলগাঁও হামলার পর জম্মু ও কাশ্মীরে থাকা বাকি পর্যটকদের মধ্যে বাড়ি ফেরার তৎপরতা শুরু হয়েছে।
Published By: Gopi Krishna SamantaPosted: 09:28 AM Apr 23, 2025Updated: 09:54 AM Apr 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর জম্মু ও কাশ্মীরে থাকা বাকি পর্যটকদের মধ্যে বাড়ি ফেরার তৎপরতা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আকাশছোঁয়া টিকিটের মূল্য। শ্রীনগর এয়ারপোর্টে ভিড় জমতে শুরু করেছে পর্যটকদের। এমন অবস্থায় বুধবার শ্রীনগর থেকে অতিরিক্ত বিমান চালানোর কথা জানিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে চারটি অতিরিক্ত বিমান চালানোর কথা বলা হয়েছে। তবে কলকাতা পর্যন্ত কোনও অতিরিক্ত বিমান চালানোর কথা জানানো হয়নি।

Advertisement

বুধবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা বিচার করে এয়ার ইন্ডিয়া শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে দুটি অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

ইন্ডিগোর এক আধিকারিক কথায়, “আমরা শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে দুটি অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছি।” 

এদিকে জঙ্গি হামলার ঘটনা প্রকাশ্যে আসতেই সৌদি সফর কাটছাঁট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌদির যুবরাজের সঙ্গে নৈশভোজে যোগ না দিয়ে মঙ্গলবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা হন। বুধবার ভোরে বিমানবন্দরে অবতরণের পরই অজিত ডোভাল ও জয়শংকরের সঙ্গে বৈঠক করেন। আজই তাঁর বাসভবনে উচ্চপর্যায়ের একটি বৈঠক রয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মৃত পর্যটকদের দেহ শ্রীনগর নিয়ে আসা হয়েছে। সেখানেই যাচ্ছেন অমিত শাহ। এরপর দিল্লি ফিরে বৈঠকে যোগ দেবেন তিনি। জঙ্গি হামলার জেরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে জম্মু ও কাশ্মীরে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার শ্রীনগর থেকে অতিরিক্ত বিমান চালানোর কথা জানিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো।
  • শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে চারটি অতিরিক্ত বিমান চালানোর কথা বলা হয়েছে।
  • তবে কলকাতা পর্যন্ত কোনও অতিরিক্ত বিমান চালানোর কথা জানানো হয়নি।
Advertisement