সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত্রুর 'বন্ধু' মানে সেও কমবেশি শত্রু। তারও ক্ষমা নেই! সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে সবক শেখাতে অপারেশন সিঁদুর আবহে এই নীতিতেই বিশ্বাসী ভারত। তাই পাক-বন্ধু তুরস্ককে আর এক মিনিটও বরদাস্ত নয়, কোনও সম্পর্ক রাখা চলবে। দেশের বিমান সংস্থা ইন্ডিগোর আবেদন উড়িয়ে শুক্রবার কেন্দ্র নির্দেশ দিল, অবিলম্বে তুরস্কের যে সংস্থা বিমানবন্দরের ব্যবস্থাপনার কাজ করে চলেছে, সেই সেলেবি অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তি বাতিল করতে হবে নির্ধারিত সময়েই। তবে যাত্রী পরিষেবার কথা ভেবে কিছুটা ছাড় দেওয়া হয়েছে ইন্ডিগোকে। ৩১ আগস্ট পর্যন্ত সেলেবি-ইন্ডিগোর একসঙ্গে কাজ করার অনুমোদন মিলেছে।
বিমানবন্দর ব্যবস্থাপনায় তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশন খ্যাতির শীর্ষে। প্রিমিয়াম এয়ারপোর্ট লাউঞ্জ সার্ভিস দিয়ে থাকে তারা। মোট ছ'টি দেশের একাধিক বিমানবন্দরের দায়িত্বে সেলেবি। ভারতেও সেলেবি এয়ারপোর্ট সার্ভিস ইন্ডিয়া এবং সেলেবি দিল্লি কার্গো টার্মিনাল ম্যানেজমেন্ট ইন্ডিয়া নামে সেলেবির অন্তর্গত দুই সংস্থা ‘গ্রাউন্ড অপারেশনে’র কাজ করে। দেশের ৯টি প্রধান বিমানবন্দর - দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, আমেদাবাদ, গোয়া, কোচি এবং কুন্নুর এর আওতায় পড়ে। সেলেবির থেকে পরিষেবা নিয়ে থাকে বিভিন্ন বিমান সংস্থা। তারই একটি ইন্ডিগো।
বিমানবন্দরে গ্রাউন্ড অপারেশনে সেলেবি অ্যাভিয়েশন। ছবি: সংগৃহীত।
জানা যাচ্ছে, ইন্ডিগোর সঙ্গে সেলেবি অ্যাভিয়েশনের চুক্তি ছিল আগামী ৩১ আগস্ট পর্যন্ত। তা আরও ৬ মাস যাতে বাড়ানো যায়, কেন্দ্রের কাছে সেই আবেদন জানানো হয়েছিল। কিন্তু সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতের পরিবেশে তুরস্কের ভূমিকায় ক্ষুব্ধ নয়াদিল্লি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহের প্রাণ যাওয়ার পরও সন্ত্রাসে 'মদতদাতা' ইসলামাবাদকেই সমর্থন করে গিয়েছে আঙ্কারা। তাই তাদের সঙ্গে যাবতীয় ছেদ করতে উদ্যত মোদি সরকার। দেশের বিমানবন্দরগুলির কাজে সেলেবি অ্যাভিয়েশনের সঙ্গে যে চুক্তি ছিল, তাও অবিলম্বে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো চলতি মাসেই সেই চুক্তির মেয়াদ শেষের কথা। আর তাই ইন্ডিগোর আবেদনে কর্ণপাত না করে কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে, সেলেবি অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির প্রশ্ন নেই, তবে যাত্রী পরিষেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের কথা মাথায় রেখে ৩১ আগস্ট পর্যন্ত তা মঞ্জুর করা হচ্ছে। তারপর আর একটি দিনও নয়।
ইন্ডিগোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ''আমরা একটা শেষ সুযোগ পেয়েছি। আগামী তিনমাস অর্থাৎ ৩১ আগস্ট পর্যন্ত তুরস্কের সংস্থার সঙ্গে চুক্তি অনুযায়ী কাজ করব। তারপর আমরা ওই সংস্থার সঙ্গে চুক্তিতে ইতি টানব। আরও কখনও কোনও চুক্তির অনুমোদন চাইব না।''
