সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনিং সম্পন্ন হওয়ার পর চাকরিতে যোগ দিতে যাচ্ছিলেন। তবে গন্তব্যে পৌঁছনো হল না। রাস্তাতেই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল আইপিএস আধিকারিকের। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে কর্নাটকের (Karnataka) হাসন জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্নাটক ক্যাডারের ২০২৩ সালের ব্যাচের ২৬ বছর বয়সি ওই আধিকারিকের নাম হর্ষ বর্ধন। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল ৪.২০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে কর্নাটকের হাসন থেকে ১০ কিলোমিটার দূরে কিট্টানে এলাকায়। জানা গিয়েছে, যে গাড়িতে সওয়ার হয়ে হাসান যাচ্ছিলেন হর্ষ বর্ধন পথেই হঠাৎ ফেটে যায় গাড়ির চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে পথের ধারে একটি বাড়ি ও গাছে সজোরে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনার জেরে মাথায় গুরুতর আঘাত লাগে ওই আধিকারিকের। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় সামান্য চোট পেয়েছেন গাড়ির চালক।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ৬ মাসের প্রশিক্ষণ শেষ করার পর কর্নাটকের হোলেনারাসিপুরের অ্যাসিস্টেন্ট পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছিলেন হর্ষ বর্ধন। ডিউটিতে যোগ দিতেই হাসান থেকে রওনা হয়েছিলেন তিনি। পথেই এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর শোক প্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর সাফল্যের দরজায় পা রাখার সময় এমন ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।'
মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার দোসার গ্রামের বাসিন্দা হর্ষ বর্ধন। তার পরিবার বিহার থেকে এসেছে, বর্ধনের বাবা অখিলেশ একজন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ হর্ষ বর্ধনের পরিবার।