স্টাফ রিপোর্টার: সোমবার সামনে জামশেদপুর এফসি। এই অ্যাওয়ে ম্যাচে নামার আগে চিন্তায় মহামেডান (Mohammedan Sporting club) কোচ আন্দ্রে চেরনিশভ। দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার অ্যালেক্সিস গোমেজ ও মির্জালল কাশিমভকে পাওয়া যাবে না কার্ড সমস্যার জন্য। যদিও জামশেদপুরের গত তিন ম্যাচের পারফরম্যান খুবই খারাপ।
নর্থ-ইস্ট, চেন্নাইয়িন, মোহনবাগানের কাছে টানা হারের পাশাপাশি খালিদ জামিলের ছেলেরা গোল খেয়েছেন ১৩টি। যদিও মহামেডান কোচের চিন্তা ম্যাচের শেষ দিকে গোল খাওয়া নিয়ে। শেষ বেঙ্গালুরু ম্যাচেও শেষ মুহূর্তে দু'গোল খেয়ে জেতা ম্যাচ হাতছাড়া করেছেন সামাদ আলি মল্লিকরা। এমন পরিস্থিতিতে সোমবারের ম্যাচ দুই দলের কাছেই ঘুরে দাঁড়ানোর ম্যাচ হতে যাচ্ছে। কাশিমভ আর অ্যালেক্সিস এই ম্যাচে না খেললেও দলের সঙ্গে জামশেদপুরে গিয়েছেন। এখান থেকেই পরের পাঞ্জাব ম্যাচ খেলতে দিল্লি উড়ে যাবেন ভাস্কর রায়রা। সোমবার মহামেডানের জন্য একটাই আশার খবর, চোট কাটিয়ে এই ম্যাচে ফিরছেন রক্ষণের নির্ভরযোগ্য বিদেশি জোশেফ আদজেই। তবে তিনি পুরো ম্যাচ খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। চোটের জন্য গত কয়েকটি ম্যাচে তাঁকে পায়নি দল। অন্যদিকে কার্ড সমস্যার জন্য মোহনবাগান ম্যাচে বেঞ্চে ছিলেন না খালিদ জামিল। সেই সমস্যা কাটিয়ে সোমবার জামশেদপুর বেঞ্চে ফিরছেন তিনি। ঘরের মাঠে খালিদের ফেরাটাও জাভি সিভেরিওদের জন্য ভালো দিক। চোট সমস্যা কাটিয়ে ফিরছেন জর্ডান মারেও।
এই মুহূর্তে লিগ টেবিলের নিচের দিকে রয়েছে মহামেডান। ৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে মহামেডানের অবস্থান দ্বাদশতম স্থানে। এক পয়েন্ট কম নিয়ে তাদের পরের স্থানেই রয়েছে ইস্টবেঙ্গল। জামশেদপুর ম্যাচে নামার আগে চেরনিশভ বলছিলেন, "আমরা প্রাক মরশুম প্রস্তুতি অনেকটাই দেরিতে শুরু করেছি। ফুটবলারদের সময় দিতে হবে। আমাদের যথেষ্ট ভালো ফুটবলার রয়েছে। আশা করছি ভালো করব। অতীতে কি হয়েছে আর ভাবছি না। এমনকী প্রতিপক্ষ জামশেদপুরের অতীত ফলাফল নিয়েও ভাবছি না। ঘরের মাঠে ওরাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।"
এই ম্যাচে (ISL 2024-25) অ্যালেক্সিস আর কাশিমভের না থাকা নিয়ে মহামেডান ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলেন, "দুজন ভাল ফুটবলার থাকবে না ঠিকই, তবে এই ম্যাচে যারা বেঞ্চে রয়েছে তারাও সুযোগের অপেক্ষায় রয়েছে। তাদের সামনে সুযোগ আসছে। আশা করি তারা কাজে লাগাবে।" মহামেডানের বিরুদ্ধে নামার আগে জামশেদপুর কোচ খালিদ জামিল বলছেন, "দলের পারফরম্যান্স নিয়ে আমি খুশি নই। স্ট্রাইকার বা রক্ষণের শুধু ব্যর্থতা নয়, এটা দলগত বিষয়। সোমবার আমাদের সব বিভাগেই উন্নতি করতে হবে।"
আজ আইএসএলে
জামশেদপুর এফসি বনাম মহামেডান
টাটা স্পোর্টিং স্পোর্টস কমপ্লেক্স, জামশেদপুর
সন্ধ্যা ৭.৩০, স্পোর্টস ১৮ নেটওয়ার্ক