সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষার দিন ঘোষণা করে অ্যাডমিট কার্ডও দিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। তবু নির্দিষ্ট দিনে পরীক্ষা নিতেই ভুলে গেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ! এমন ‘চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার’ প্রতিবাদে সরব পড়ুয়ারা। প্রতিবাদস্বরূপ চোখে কালো কাপড় বেঁধে উপাচার্যের (Vice Chancellor) সঙ্গে দেখা করলেন তাঁরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন গাফিলতিতে ক্ষুব্ধ উপাচার্য গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে, জবলপুর রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে (Jabalpur Rani Durgavati University) গত ১৪ ফেব্রুয়ারি স্নাতকোত্তর রসায়ন তৃতীয় সেমিস্টার, কম্পিউটার সায়েন্স প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল, ২১ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত চলবে এই পরীক্ষা। ৫ মার্চ ছিল কম্পিউটার সায়েন্স প্রথম সেমিস্টারের পরীক্ষা। সেইমতো মঙ্গলবার সকালে পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীরা দেখেন কর্তৃপক্ষের চরম গাফিলতি। পরীক্ষার কোনও ব্যবস্থাই করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। প্রতিবাদ স্বরূপ চোখে কালো কাপড় বেঁধে উপাচার্যের সঙ্গে দেখা করেন তাঁরা।
[আরও পড়ুন: মহারাষ্ট্রে আসন সমঝোতায় ‘অভিমানী’ পওয়ার-শিণ্ডেরা! জরুরি বৈঠকে শাহ]
জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে মোট ১০ জন পরীক্ষার্থীর এই পরীক্ষা দেওয়ার কথা ছিল। গোটা ঘটনার প্রতিবাদে সরব হয়েছে, ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া’ (NSUI)। তাদের দাবি, যদি পরীক্ষা বাতিল করা হয়ে থাকে তাহলে তা আগাম জানিয়ে দেওয়া উচিত ছিল কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয়ের এহেন গাফিলতিতে পড়ুয়াদের চরম সমস্যার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ তুলেছে ছাত্র সংগঠন।
[আরও পড়ুন: সনাতন ধর্মকে ‘অপমান’ করেছেন ডিএমকে সাংসদ, ‘রাম-রামায়ণ’ মন্তব্যে পালটা বিজেপির]
পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ক্ষুব্ধ উপাচার্য ড. রাজেশ ভার্মা ও রেজিস্টার দীপেশ মিশ্র। আগামী ৩ দিনের মধ্যে এই গাফিলতির ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব পরীক্ষার নতুন দিন নির্দিষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।