shono
Advertisement
Jaipur

পরকীয়া ধরে ফেলায় প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন! বস্তায় ভরে বাইকে দেহ নিয়ে গেল স্ত্রী

ভাইরাল হয়েছে ভিডিও।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 05:07 PM Mar 20, 2025Updated: 05:07 PM Mar 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতেনাতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া ধরে ফেলেছিলেন স্বামী। তাই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করলেন স্ত্রী! শুধু তাই নয়, দেহটি বস্তায় ভরে বাইক করে একটি জঙ্গলে নিয়ে যান দু'জনে। অভিযোগ, প্রমাণ লোপাট করতে দেহটিতে আগুন ধরিয়ে দেন। কিন্তু এত কিছুর পরও শেষরক্ষা হয়নি। পুলিশ গ্রেপ্তার করছে দুই অভিযুক্তকে। এই ঘটনা রাজস্থানের জয়পুরে।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম ধনলাল সাইনি। দীনদয়াল কুশওয়াহা নামে ব্যক্তির সঙ্গে পাঁচ বছর ধরে পরকীয়ায় জড়িয়েছিলেন তাঁর স্ত্রী, অভিযুক্ত গোপালি দেবী। পুলিশকে দেওয়া বয়ানে গোপালির দাবি, ধনলালকে বলেছিলেন যে তিনি একটি কারখানায় কাজ করেন। অন্যদিকে, কুশওয়াহা একটি কাপড়ের দোকানে কাজ করতেন। গত শনিবার ধনলাল তাঁর পিছু ধাওয়া করেন। কোথায় তিনি রোজ করেন সেটা দেখতে গিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, ওই দোকানে গিয়েই স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেন ধনলাল। তারপর দু'জনে বুঝিয়ে ধনলালকে পাশের একটি বিল্ডিংয়ে নিয়ে যান। সেখানেই তাঁর মাথায় লোহার রড দিয়ে জোরে আঘাত করেন। এবং দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করেন। তারপর দেহ বস্তায় ভরে একটি জঙ্গলে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। দু'দিন আগেই ওই এলাকা থেকে একটি অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে নামার পর এই পুরো ঘটনা সামনে আসে। যে রাস্তা দিয়ে অভিযুক্তরা বাইকে করে গিয়েছলেন সেখানকার সিসিটিভি ফুটেজেও হাতে এসেছে পুলিশের। অভিযুক্তদের গ্রেপ্তার করে তদন্ত করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাতেনাতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া ধরে ফেলেছিলেন স্বামী।
  • শুধু তাই নয়, দেহটি বস্তায় ভরে বাইক করে একটি জঙ্গলে নিয়ে যান দু'জনে।
  • অভিযোগ, প্রমাণ লোপাট করতে দেহটিতে আগুন ধরিয়ে দেন। কিন্তু এত কিছুর পরও শেষরক্ষা হয়নি।
Advertisement