সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বউয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বাবা। প্রেম করছেন দু'জনে! সন্দেহের বশে নিজের বাবার গলা কেটে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এমনকী বাবাকে মেরে দেহ জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল সে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনা উত্তরপ্রদেশের বাঘপতের।

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে বাবার গলা কেটে খুন করে বেদপাল নামে যুবক বলে অভিযোগ। দেহ লোপাটের জন্য ফেলে দিয়ে আসে জঙ্গলে। যাতে কেউ সন্দেহ না করে তার জন্য নিজেই থানায় অভিযোগ দায়ের করে বেদপাল। তদন্তে নামে পুলিশ। প্রথমে তাদের অনুমান ছিল যে, জমি বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। একাধিক ব্যক্তি জড়িত রয়েছে এই ঘটনায়। কিন্তু ধীরে ধীরে রহস্যের জট খোলে পুলিশের কাছে।
বেদপালকে আটক করে জেরা করতেই সবটা পরিষ্কার হয়। পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম ঈশ্বর। তিনি শ্রমিকের কাজ করতেন। যা রোজগার করতেন তা সব তুলে দিতেন ছেলের বউয়ের হাতে। বেদপাল সন্দেহ করত বউয়ের সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন বাবা। আর এনিয়েই রাগের বশে বাবার গলা কেটে খুন করে জঙ্গলে ফেলে দিয়ে আসে বেদপাল। জেরায় নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছে সে। গ্রেপ্তার করা হয়েছে তাকে। এনিয়ে গতকাল রবিবার বাঘপতের অতিরিক্ত পুলিশ সুপার এনপি সিং জানান, ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।