shono
Advertisement

পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে প্রতিরক্ষা মন্ত্রককে চূড়ান্ত প্রস্তুতির ডাক জেটলির

জওয়ান নন, বরং যন্ত্র ধরাশায়ী করুক শত্রুকে, লক্ষ্য কেন্দ্রের৷ The post পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে প্রতিরক্ষা মন্ত্রককে চূড়ান্ত প্রস্তুতির ডাক জেটলির appeared first on Sangbad Pratidin.
Posted: 08:02 PM May 28, 2017Updated: 02:32 PM May 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক, বৈজ্ঞানিক ও দেশের সশস্ত্র সেনাবাহিনীকে খুব অল্প সময়ের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি৷ জানিয়ে দিলেন, ভারতের সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষাজনিত প্রস্তুতিকে চরম পর্যায়ে নিয়ে যেতে হবে৷ তাঁর বক্তব্য, ভৌগলিক অবস্থানের জন্য ভারত সবসময় শান্ত থাকতে পারে না৷ কারণ, ভারতের পড়শি মুলুক (পড়ুন পাকিস্তান) গত সাত দশক ধরে ভারতীয় নিরাপত্তারক্ষীদের চ্যালেঞ্জ জানিয়ে আসছে৷

Advertisement

[সমালোচনায় আপত্তি নেই, বরং স্বাগত জানালেন প্রধানমন্ত্রী]

রবিবার বেঙ্গালুরু থেকে ২৫০ কিলোমিটার দূরে চাল্লাকেরেতে এরনটিক্যাল টেস্ট রেঞ্জ (ATR) -এর উদ্বোধন করতে গিয়ে পাকিস্তানকে কটাক্ষ করে কেন্দ্রীয় প্রতিরক্ষা ও অর্থমন্ত্রীর বক্তব্য, “জাতীয় সুরক্ষাকে চূড়ান্ত অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷” ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কোনও মিসাইল লঞ্চ করার সময় মানুষের প্রয়োজনীয়তা কমিয়ে যন্ত্রের দিকে ঝুঁকতে চায় কেন্দ্র, জানালেন জেটলি৷ তার জন্য আরও বেশি ATR তৈরির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী৷ বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এই কথা শুনে অনেকেই মনে করছেন, পাকিস্তানকে আরও একবার সতর্ক করে দিলেন অরুণ জেটলি৷ নিয়ন্ত্রণরেখা সংলঙ্গ জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় অনুপ্রবেশের ছক কষছে পাক জঙ্গিরা৷ রবিবারও পুঞ্চ সেক্টরে অনুপ্রবেশের ছক বানচাল করে দিয়েছে ভারতীয় সেনা৷ উদ্ধার হয় আরও এক অনুপ্রবেশকারীর দেহ৷

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ মেহতা জানিয়েছেন, রাতের অন্ধকারে পাক অধিকৃত কাশ্মীর থেকে এক সন্দেহভাজন জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে সেনা৷ নিয়ন্ত্রণরেখার কাছে কেজি সেক্টরে সেনা-জঙ্গি তীব্র গুলির লড়াইয়ে রাত আড়াইটে নাগাদ ওই সন্দেহভাজনের মৃত্যু হয়৷ পাক সেনার পাল্টা হামলায় এদিন কেরন সেক্টরে এক নিরীহ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়৷ সূত্রের খবর, কেরন সেক্টরে কর্মরত কুলিদের একটি দলের উপর বিনা প্ররোচনায় হামলা চালায় পাক সেনা৷ ওই হামলায় আহত হয়েছেন আরও এক ভারতীয়৷ জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান৷

[কারফিউ উপেক্ষা করে সেনাবাহিনীতে যোগ দিতে পরীক্ষার্থীদের ঢল শ্রীনগরে]

The post পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে প্রতিরক্ষা মন্ত্রককে চূড়ান্ত প্রস্তুতির ডাক জেটলির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement