shono
Advertisement

Breaking News

বিক্ষোভের পরই রাস্তা পরিষ্কার, ভাইরাল জামিয়ার ‘প্রতিবাদী’পড়ুয়াদের নাগরিক দায়িত্ব পালনের ছবি

পড়ুয়াদের ধন্য ধন্য করছেন নেটিজেনরা। The post বিক্ষোভের পরই রাস্তা পরিষ্কার, ভাইরাল জামিয়ার ‘প্রতিবাদী’ পড়ুয়াদের নাগরিক দায়িত্ব পালনের ছবি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:36 PM Dec 18, 2019Updated: 03:36 PM Dec 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদৌ কি দেশছাড়া হতে হবে নাকি মিলবে নাগরিকত্ব? সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) সিলমোহর পাওয়ার পর থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। প্রতিবাদে ফুঁসছে জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিক্ষোভ-আন্দোলনে যাচ্ছে তাই অবস্থা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তার। তবে রাত কাটতে না কাটতেই সেই আবর্জনা পরিষ্কার করলেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ‘প্রতিবাদী’ পড়ুয়ারা। সেই ছবিই বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল। তারপর থেকেই ধন্য ধন্য করছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, আন্দোলন, প্রতিবাদের মাঝেও দেশকে যে প্রকৃতই ভালবাসেন তাঁরা, তাই প্রমাণিত হল।

Advertisement

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, দিল্লি পুলিশ ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর নির্বিচারে লাঠিচার্জ করে৷ আহত হন বহু পড়ুয়ারা৷ আটক করা হয় প্রায় শতাধিক পড়ুয়াদের। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছবিটাও প্রায় একইরকম। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ে৷ বিক্ষোভ সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। তবে তাতেও বিক্ষোভ প্রশমন করা যায়নি। তাই বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের শেল। এতেই পরিস্থিতি আরও ঘোরাল হয়। জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আলিগড়ের মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশি নিগ্রহে তদন্তের আরজি খারিজ করল সুপ্রিম কোর্ট। আরজি হাই কোর্টে পাঠিয়ে দিয়েছে শীর্ষ আদালত। তথ্য খতিয়ে দেখার সময় নেই বলেই জানিয়েছেন প্রধান বিচারপতি বোবদে।

[আরও পড়ুন: খারিজ অক্ষয় ঠাকুরের আবেদন, নির্ভয়া কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট]

তবে এই পরিস্থিতিতেও দেশের কথা ভাবতে ব্যস্ত জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ‘প্রতিবাদী’ পড়ুয়ারা নিজে হাতে বিশ্ববিদ্যালয় চত্বরের আবর্জনা পরিষ্কার করলেন তাঁরা। নেটিজেনদের চোখ এড়ায়নি ছবিগুলি। নিমেষেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শুধু আন্দোলন, প্রতিবাদই নয় ওই পড়ুয়ারা জানে কীভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হয়।

The post বিক্ষোভের পরই রাস্তা পরিষ্কার, ভাইরাল জামিয়ার ‘প্রতিবাদী’ পড়ুয়াদের নাগরিক দায়িত্ব পালনের ছবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement