সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সন্ত্রাসের দিন ফিরছে কাশ্মীরে (Kashmir)? একই সপ্তাহে পরপর দুই পঞ্চায়েত প্রধানকে গুলি করে মারল জেহাদিরা। বুধবারের সন্ধেয় শ্রীনগর এলাকায় এমনই এক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এদিকে এদিনই বিস্ফোরণে কেঁপে উঠল উধমপুর এলাকাও।
এদিন সন্ধেয় শ্রীনগরের (Srinagar) নিকটর্তী এলাকায় খানমোহ এলাকায় হামলা চালায় জঙ্গিরা। তাদের ছোঁড়া গুলিতে প্রাণ গিয়েছে কানমোহ গ্রামের পঞ্চায়েত প্রধানের। মৃত পঞ্চায়েত প্রধানের নাম সমীর আহমেদ ভাট। এদিন বাড়ির সামনেই তার উপর হামলা চালানো হয়। ইতিপূর্বে চলতি সপ্তাহে আরও এক পঞ্চায়েত সদস্যকে একই কায়দায় খুন করা হয়েছিল। যার জেরে আতঙ্ক ছড়াচ্ছে ভূস্বর্গে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও অজানা। কোনও জেহাদি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
[আরও পড়ুন: ‘শ্রাবন্তী চালাক, যা দেওয়ার দিয়েছে, যা পাওয়ার পেয়েছে’, কেন এমন খোঁচা তথাগতর?]
এদিন সন্ধেয় জম্মুর উধমপুর এলাকায় আইইডি বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণেও একজনের মৃত্যু হয়েছে। জখম আরও ১৪ জন। প্রসঙ্গত, গত রবিবার শ্রীনগরের ব্যস্ত এলাকা লালচকেও গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সেখানে গুরুতর জখম হন ১৪ জন। পরে তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়। একের পর এক এধরনের হামলার ঘটনায় ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে। প্রশ্ন উঠছে, তবে কি ফের সেই রক্তাক্ত দিন ফিরল ভূস্বর্গে?
সম্প্রতি কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেনা আধিকারিক জানিয়েছেন, এই মুহূর্তে কাশ্মীরে ১৫০ থেকে ২০০ জঙ্গি সক্রিয় রয়েছে। তাদের মধ্য়ে ৪০ থেকে ৪৫ শতাংশই পাকিস্তানি (Pakistan)। তবে স্থানীয়দের জঙ্গি দলের অন্তর্গত করার পরিমাণ কমেছে বলে জানিয়েছেন তিনি। আগের থেকে তা এক-তৃতীয়াংশ হয়ে গিয়েছে বলেই জানাচ্ছেন মেজর চান্দপুরিয়া।