shono
Advertisement
JEE Main 2026 Exam

সরস্বতী পুজোর দিন পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

২১ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পরপর জয়েন্ট মেন পরীক্ষা হওয়ার কথা ছিল। নতুন দিনক্ষণ পরে জানানো হবে।
Published By: Sucheta SenguptaPosted: 05:06 PM Jan 15, 2026Updated: 05:53 PM Jan 15, 2026

বাংলার আবেদনকে গুরুত্ব দিল জাতীয় সংস্থা। ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পুজো। তাই ওইদিন জয়েন্ট মেন পরীক্ষার দিনবদলের আর্জি জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে। তাতে সাড়া দিয়ে ২৩ জানুয়ারি পরীক্ষার দিনবদলে সায় দিল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা NTA. তবে পরিবর্তিত দিন এখনও জানানো হয়নি। পরে এ বিষয়ে পরে দিন ঘোষণা করবে সংস্থা। এনিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর কথায়, 'ওইদিন আমাদের ছেলেমেয়েরা সরস্বতী বন্দনার সুযোগ পাবে।'

Advertisement

এনটিএ-র সূচি অনুযায়ী, আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি জয়েন্টে মেনের (JEE Main) পেপার-১ পরীক্ষা হওয়ার কথা ছিল। ২৯ জানুয়ারি হবে পেপার-২ পরীক্ষা। বি.ই, বি.টেকের জন্য পেপার-১ পরীক্ষা দু'ধাপে হওয়ার কথা ছিল। সকাল ৯টা থেকে ১২টা এবং দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারিত ছিল। ২৯ তারিখ বি.আর্ক (আর্কিটেকচার) পরীক্ষা হবে সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত।

কিন্তু ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো উপলক্ষে রাজ্যে ছুটির দিন। তাই ওইদিনের বদলে পরীক্ষার বিকল্প দিনের আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজে এনিয়ে একাধিকবার NTA-র আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। ওইদিনের বদলে অন্যদিন জয়েন্ট মেন পরীক্ষা নেওয়া হোক। ব্রাত্য বসু অভিযোগ তুলেছিলেন, বাংলার প্রতি কেন্দ্রের বৈষম্যমূলক আচরণের এ আরেক প্রমাণ। বাংলার পরীক্ষার্থীরাও ওই আবেদন জানিয়েছিলেন। এছাড়া বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারও ২৩ তারিখের বদলে অন্যদিন পরীক্ষা নেওয়ার কথা জানিয়ে NTA-কে চিঠি পাঠান বলে খবর। সকলের মিলিত আবেদনে অবশেষে সাড়া মিলল।

বৃহস্পতিবার এক্স হ্যান্ডল পোস্টে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, ২৩ জানুয়ারি বঙ্গে জয়েন্ট মেন পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। ২৩ জানুয়ারির বদলে অন্য কোনওদিন পরীক্ষা হবে। তবে সেই দিন এখনও ঠিক হয়নি। এনটিএ-র ওয়েবসাইটে পরে নতুন সূচি ঘোষণা করা হবে। তবে বাংলার আবেদনকে গুরুত্ব দিয়ে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থার এই দিনবদলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরীক্ষার্থীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার