shono
Advertisement

গণবিবাহের অনুষ্ঠানে নাচলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

এদেশ এখনও গুরুত্বপূর্ণ ভোটব্যাংক উপজাতিরাই, দাবি মুখ্যমন্ত্রীর। The post গণবিবাহের অনুষ্ঠানে নাচলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 01:03 PM Jun 26, 2018Updated: 01:33 PM Jun 26, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপজাতি সম্প্রদায়ের গণবিবাহের অনুষ্ঠানে গিয়ে নাচলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে হঠাৎ নাচতে দেখে উপস্থিত জনগণ খানিকটা থমকে যায়। তবে তা কিছুক্ষণের জন্য। ফের দ্বিগুণ উৎসাহে অতিথিরাও শুরু করেন নাচ। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই উপজাতি তরুণ-তরুণীদের সমাজের মূলস্রোতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। মঙ্গলবার অভিনব ঘটনাটি ঘটেছে রাঁচিতে।

Advertisement

[নারীসুরক্ষায় আফগানিস্তান-সিরিয়ার থেকেও পিছিয়ে ভারত, দাবি সমীক্ষায়]

এদিন জনতার উদ্দেশ্য মুখ্যমন্ত্রী বলেন, ‘গত ৭০ বছর ধরে দেশের উপজাতি সমাজের সঙ্গে রাজনীতি হচ্ছে। এমনকী, এখনও উপজাতিরাই এদেশের অন্যতম মূল্যবান ভোটব্যাংক। এবার সমাজ বদলের সময় এসেছে। আমাদেরই সেই উদ্যোগ নিতে হবে। আমদের দৃঢ়তা ও আকাঙ্ক্ষাই এখন বদল চাইছে। উপজাতিরা যাতে সমাজের মূলস্রোতের সঙ্গে মিশে যেতে পারে তার চিন্তাভাবনা শুরু করেছে সরকার। পুলিশ-প্রশাসনের পদস্থ কর্তা ও ইঞ্জিনিয়ারের চেয়ারে বসুক উপজাতি সমাজের নয়া প্রজন্ম। এটাও সরকারের কাম্য। সে কারণে নানারকম সুযোগসুবিধাও দিতে প্রস্তুত রাজ্য। অর্থের অভাব যেন উচ্চশিক্ষার পথে বাধা না হয়ে দাঁড়ায়, তা দেখাই সরকারের কর্তব্য। সেজন্য উপজাতি পড়ুয়াদের কথা ভেবে ১০ কোটি টাকার ফেলোশিপও চালু হচ্ছে। খুব শিগগির এই মর্মে সরকারি নির্দেশিকাও প্রকাশিত হবে।’

[ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বর্ষণ বিপর্যস্ত মুম্বই, কমতে পারে বৃষ্টি]

উল্লেখ্য, গণবিবাহের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রঘুবর দাসের এহেন বক্তব্যে আপ্লুত যুব সমাজ। উপস্থিত অতিথিরাই নৃত্যরত মুখ্যমন্ত্রীকে উৎসাহ দিতে থাকেন। এদিন রাঁচিতে ৩৫১ জোড়া বিবাহের আসর বসেছিল। আয়োজক সংস্থা কেন্দ্রীয় সারণা সমিতি। এই গণবিবাহের অনুষ্ঠানের মূল অতিথি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তাঁর তাৎপর্যপূর্ণ বক্তব্যে অনুপ্রাণিত উপজাতি সমাজ। অনেকের মতেই গণবিবাহের মতো অনুষ্ঠানে এসে নিজের ভোটব্যাংক পোক্ত করলেন রঘুবর দাস। এদিকে বর কনের ভিড়ে মুখ্যমন্ত্রীর নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বেশ খুশিমনেই নাচে মেতেছেন রঘুবর দাস। প্রবল উৎসাহে পা মিলিয়েছেন বাকিরা। উপজাতিরাও যেমন সমাজের ফেলনা নন। তেমনই মুখ্যমন্ত্রী তাঁদেরও। এই নাচ যেন সেই বক্তব্যকেই সমর্থন করছে।

The post গণবিবাহের অনুষ্ঠানে নাচলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার