সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্বামী! এই সন্দেহেই যুবককে হাতুড়ি দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসোয়ান জেলায়। অভিযুক্ত মহিলাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাজেশ কুমার মাহাথা। বেশ কিছুদিন ধরেই স্ত্রী পূজা কুমারীর সঙ্গে তাঁর বিবাদ চলছিল। পূজার সন্দেহ ছিল তাঁর স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। গত মঙ্গলবার অশান্তি চরমে ওঠে। অভিযোগ, রাজেশ যখন রাতে ঘুমাচ্ছিলেন সেই সময়ে পূজা একটি হাতুড়ি নিয়ে তাঁর উপর চড়াও হন। পর পর আঘাতের জেরে থেঁতলে যায় রাজেশের মাথা। রক্তে ভেসে যায় বিছানা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, খুনের পর সন্তানদের নিয়ে সেখান থেকে চম্পট দেন পূজা। পর দিন রাজেশের দেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে রক্তমাখা হাতুড়িটি।
পূজা পলাতক থাকায় স্বাভাবিকভাবেই তদন্তকারীদের সন্দেহ তাঁর উপর গিয়ে পড়ে। এরপরই পূজার খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে দু’দিনের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছেন পূজা।
