নন্দিতা রায়, নয়াদিল্লি: আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় সোমবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) (JNU) কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে তৈরি বিবিসির (BBC) তথ্যচিত্র ইন্ডিয়া : দ্য মোদি কোয়েশ্চন’-এর প্রদর্শন বাতিল করে দিল। কারণ হিসাবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে এই তথ্যচিত্র প্রদর্শন ক্যাম্পাসে ‘শান্তি ও সম্পীতি বিঘ্নিত করতে পারে’। জওহরলাল নেহরু ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন (জেএনইউএসইউ) এই প্রদর্শনের আয়োজন করেছিল।
সোমবার জেএনইউ কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এটি কর্তৃপক্ষের নজরে এসেছে যে জেএনইউএসইউ-এর নামে ছাত্রদের একটি দল ‘টেফ্লাসে’ ২৪ জানুয়ারি রাত ৯টায় ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন’ নামে একটি তথ্যচিত্র প্রদর্শনের জন্য প্রচারপত্র বিলি করেছে৷ এই অনুষ্ঠানের জন্য জেএনইউ কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমতি নেওয়া হয়নি। এটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে যে, এই ধরনের বেআইনি কার্যকলাপ ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে পারে। সংশ্লিষ্ট ছাত্র ও ব্যক্তিদের কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে, ওই প্রস্তাবিত অনুষ্ঠানটি বন্ধ করতে। নচেৎ, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে।’’
[আরও পড়ুন: জন্মদিনে দিল্লিতে আঁধারেই নেতাজি! ইন্ডিয়া গেটে সুভাষের মূর্তিতে জ্বলল না আলো]
বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এহেন নির্দেশিকায় সোমবার রাতেই উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজেপির নির্দেশেই কর্তৃপক্ষ তাদের অনুষ্ঠান বাতিল করেছে। জেএনইউ-তে স্বাধীন মতামত প্রকাশের যে বাতাবরণ রয়েছে তাতে এটা নির্লজ্জ হস্তক্ষেপ বলেও জেএনইউএসইউ-এর প্রতিনিধিদের অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কর্তৃপক্ষের এই নির্দেশের বিরুদ্ধে মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাস উত্তপ্ত করে তুলবে বলে হুমকি দিয়েছে।
বিবিসি-র তথ্যচিত্রটিতে গুজরাত দাঙ্গার জন্য সরাসরি মোদিকে দায়ী করা হয়েছে। এই তথ্যচিত্রটি প্রকাশ পাওয়ার পরই অস্বস্তিতে পড়েছে বিজেপি। ইতিমধ্যে টুইটার, ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় এই তথ্যচিত্রটির প্রচার বন্ধ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে চাপ দিয়ে তা বন্ধ করা হয়েছে। এবার দেশেও তথ্যচিত্রটির প্রদর্শন বন্ধ করতে চাইছে বিজেপি। অন্যদিকে, এই তথ্যচিত্র নির্মাতা বিবিসির বিরুদ্ধে স্বাধীন তদন্তের দাবি উঠেছে ব্রিটেনের অন্দরেই।