shono
Advertisement
Nipah Virus

নিপা সংক্রমণ রুখতে একযোগে কাজের বার্তা, মমতাকে ফোন নাড্ডার

এই মুহূর্তে রাজ্যে ২ জন নিপা ভাইরাসে আক্রান্ত। যাবতীয় পরীক্ষানিরীক্ষার জন্য কল্যাণী এইমসে তৈরি পরিকাঠামো।
Published By: Sucheta SenguptaPosted: 02:03 PM Jan 13, 2026Updated: 03:19 PM Jan 13, 2026

শীতের মরশুমে একলাফে উদ্বেগ বাড়িয়েছে নিপা ভাইরাসের (Nipah Virus) সংক্রমণ। ইতিমধ্যে ২ নার্সের শরীরে ভাইরাসের সন্ধান মিলেছে। তাঁদের বারাসতের বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে রেখে চিকিৎসা চলছে। পূর্ব মেদিনীপুরে আরও একজনের সংক্রমণ হয়েছে বলে খবর মিলছে। আক্রান্তদের আশপাশের মানুষজনকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নিপা-আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা (J P Nadda) এক্স হ্যান্ডলে পোস্ট করে তা জানিয়েছেন। এনিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ফোনে কথা বলে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। কল্যাণী এইমসে এই সংক্রান্ত যাবতীয় পরীক্ষানিরীক্ষার জন্য পরিকাঠামো তৈরি বলে জানিয়েছেন নাড্ডা।

Advertisement

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। নিপা ভাইরাস মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। তিনি জানিয়েছেন, বঙ্গে নিপা ভাইরাস সংক্রমণ ঘটেছে। তার মোকাবিলায় কেন্দ্র সবরকমভাবে সাহায্য করবে। ইতিমধ্যে ল্যাবরেটরি পরিকাঠামো, নজরদারি, আপৎকালীন পরিস্থিতি সামলানোর জন্য বিশেষজ্ঞ দলকে সতর্ক করা হয়েছে। যাতে যে কোনও প্রয়োজনে তারা ছুটে যেতে পারে।

 

আচমকা বঙ্গে নিপা ভাইরাসের (Nipah Virus) সংক্রমণে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নড়েচড়ে বসেছে কেন্দ্রও। পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা  ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরই ভিডিওবার্তায় তিনি জানিয়েছেন, পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্র একটি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে। দলের সদস্যরা বাংলার স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। নিপা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, দ্রুত তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্র। 

ভিডিওবার্তায় নাড্ডা জানিয়েছেন, পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্র একটি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে। দলের সদস্যরা বাংলার স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। নিপা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, দ্রুত তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্র।

উল্লেখ্য, কেন্দ্রের বিরুদ্ধে বরাবর অসহযোগিতার অভিযোগ তোলে রাজ্যের শাসকদল তৃণমূল। এমনকী করোনা কালেও কেন্দ্র কোনওরকম সাহায্য করেনি বলে অভিযোগ ওঠে। নিপা সংক্রমণের ক্ষেত্রে কেন্দ্রের উলটো ভূমিকাই দেখা গেল। সাহায্যের আশ্বাস দিয়ে  মুখ্যমন্ত্রীকে নিজেই ফোন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement